১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬
`

সোনারগাঁওয়ে ভাগ্নের বটির আঘাতে মামা খুন

নিহত আবুল কাসেম ও (ডানে) ঘাতক ভাগ্নে হৃদয় - ছবি : নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ভাগ্নের বটির আঘাতে খুন হয়েছেন মামা। গাছের কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে উপজেলার পশ্চিম সনমান্দী গ্রামে রোববার রাতে এ ঘটনা ঘটে।

নিহত মামার নাম আবুল কাসেম (৫৫)। তিনি ওই গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।

এলাকাবাসী ভাগ্নে হৃদয়কে আটক করে গণপিটুনি দিয়ে গাছের সাথে বেঁধে রাখে। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করে।

পুলিশ রাতেই নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আজ সোমবার সকালে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পুলিশ ও এলাকাবাসীরা জানান, উপজেলার সনমান্দী ইউনিয়নের পশ্চিম সনমান্দী গ্রামের আবুল কাসেমের বাড়িতে রোববার বিকেলে বেড়াতে আাসে বোন রূপবান বেগম ও ভাগ্নে হৃদয়। রাতে হৃদয় হৃদয় বটি নিয়ে তার মায়ের জায়গা দাবি করে মামার বসতবাড়িতে গাছের কাঁঠাল পাড়তে শুরু করে। এসময় তার মামা আবুল কাসেম বাধা দিলে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ভাগ্নে হৃদয় উত্তেজিত হয়ে তার মামাকে বটি দিয়ে কুপিয়ে জখম করে। এসময় তার মামী শামসুন্নাহার এগিয়ে এলে তাকেও কুপিয়ে আহত করে।

মারাত্মক আহত আবুল কাসেমকে প্রথমে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা মেডিকেল হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, আবুল কাসেমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী ও নিহতের স্বজনরা হৃদয়কে আটক করে গণপিটুনি দিয়ে গাছের সাথে বেঁধে রাখে।

পরে সোনারগাঁও থানার পুলিশ এ ঘটনার খবর পেয়ে থানার এসআই শাহাদাত হোসেন তার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে হৃদয়কে আটক করে থানায় নিয়ে আসেন। এছাড়া নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠান।

নিহত আবুল কাসেমের স্ত্রী আহত শামসুন্নাহার জানান, বসতবাড়ির গাছের কাঁঠাল পাড়া নিয়েই তার স্বামীকে খুন করেছে হৃদয়। তিনি এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

সোনারগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শরীফ আহামেদ জানান, খুনের ঘটনায় ভাগ্নে হৃদয়কে আটক করা হয়েছে। মামা আবুল কাসেমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলা দায়েরর প্রস্তুতি চলছে।


আরো সংবাদ



premium cement
ঢাকা মেডিক্যালের মর্গে জুলাই অভ্যুত্থানের ৬ বেওয়ারিশ লাশ পলাতক ওসি শাহ আলমকে গ্রেফতারে রেড অ্যালার্ট জারি নতুন বছরে মাঠে নামতে মায়ামিতে মেসি ফকিরহাটে লখপুর গ্রুপের ১৭ শিল্পপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি শ্রমিকদের স্বৈরাচারের সহযোগীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান রিপনের মাইনাস টু ফর্মুলার আশা কখনো পূরণ হবে না : আমীর খসরু বিক্ষোভের মাঝে মাদুরোর তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ সিরিয়ার কোনো অংশ দখলের ইচ্ছা নেই তুরস্কের : পররাষ্ট্রমন্ত্রী ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকি চীনের জন্য সতর্কতা : মেলোনি সিরিয়ায় একটি অন্তর্ভুক্তিমূলক সরকার প্রতিষ্ঠার ওপর পাকিস্তানের গুরুত্বারোপ সহ-সমন্বয়ক রাফির নামে বিকাশে অস্বাভাবিক লেনদেনের তথ্যটি ভুয়া

সকল