কটিয়াদীতে ইতিকাফরত অবস্থায় শিক্ষকের মৃত্যু
- কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা
- ২৪ মে ২০২০, ১৮:০১, আপডেট: ২৪ মে ২০২০, ১৭:৫৪
কিশোরগঞ্জের কটিয়াদীতে মসজিদে ইতিকাফরত অবস্থায় এক শিক্ষকের মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। ঘটনাটি ঘটেছে কটিয়াদী উপজেলা পরিষদ মসজিদে আজ রোববার সকালে।
জানা যায়, কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়নের দশপাখি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষক ও পৌর সদরের কটিয়াদী পূর্বপাড়া মহল্লার মোশারফ হোসেনের বাবা মো: শওকত আলী মাস্টার (৮০) মাহে রমজানের ২০ তারিখে সন্ধ্যায় উপজেলা পরিষদ জামে মসজিদে এসে ইতিকাফে বসেন। রমজানের শেষ দশকের রাতে তিনি সেহরি খেয়ে ইতিকাফে বসে পড়েন এবং ফজরের নামাযও ইমামের সাথে যথারীতি আদায় করেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে এবং ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রোববার কটিয়াদী কলামহল জামে মসজিদে বাদ জোহর জানাযা শেষে মরহুমের গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তার মৃত্যুতে কটিয়াদী উপজেলা আওয়ামী লীগ এবং উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা