২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

চান্দিনায় করোনার উপসর্গ নিয়ে কলেজ ছাত্রীর মৃত্যু

চান্দিনায় করোনার উপসর্গ নিয়ে কলেজ ছাত্রীর মৃত্যু - প্রতীকী

কুমিল্লার চান্দিনায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক কলেজ ছাত্রী (১৭) মৃত্যুবরণ করেছে। শনিবার বিকেলে চান্দিনা উপজেলার ভোমরকান্দি গ্রামের নিজ বাড়িতে মৃত্যু ঘটে তার।

করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মৃত্যু রণ করা ওই কলেজ ছাত্রী পাশ্ববর্তী বরুড়া উপজেলার খোসবাস কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী।

নিহতের চাচা মাইজখার ইউনিয়ন পরিষদ মেম্বার সফিকুর রহমান জানান- গত ১৫/২০দিন যাবৎ জ্বর-কাশিতে ভুগছিল সে। প্রাথমিক ভাবে বাড়িতে চিকিৎসা নিয়ে তার শারীরিক অবস্থার উন্নতি না ঘটলে এক সপ্তাহ পূর্বে রামমোহন বাজারের একটি ডায়গনষ্টিক সেন্টারে চিকিৎসক মাহবুবুর রহমানের কাছে চিকিৎসা নেয়। সেখানে তার পরীক্ষা-নিরীক্ষাও করা হয়। তারপরও জ্বর কমেনি, সাথে যুক্ত হয় নিওমোনিয়া।

ইউপি মেম্বার আরো জানান, শুক্রবার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার মোবাইল নম্বরে ফোন করে বিষয়টি জানানোর পর তিনি একটি ইঞ্জেকশনের নাম বলে দেন এবং সেটি দিতে বলেন। শনিবার সকালে তিনি ফোন করে খোঁজ খবর নিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন।

আমরা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কথা মতো কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই এবং সেখানে তারা ভর্তি না রেখে করোনাভাইরাসের নমুনা সংগ্রহ করে বাড়িতে পাঠিয়ে দেন। আমরা বাড়িতে আসার এক ঘন্টা পর বিকাল ৪টা মৃত্যু ঘটে তার।

ইউপি মেম্বার সফিকুর রহমান আরো জানান, বিকেলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ফোন করে বলেন, ‘একজন লোক পাঠিয়ে দেন, আমি কিছু পিপিই দিব। আর সেগুলো পড়েই দাফন কাজ করতে হবে।’ রাত ৯টার দিকে তিনজন লোক পিপিই পরে দাফন কাজ সম্পন্ন করেন। সাথে মসজিদের ঈমামসহ পরিবারের আরও ২/৪জন লোক জানাজায় অংশ নেয়।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আহসানুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, নমুনা পরীক্ষার রিপোর্ট আসার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবো।


আরো সংবাদ



premium cement
কুড়িগ্রামে সূর্য উঁকি দিলেও মিলছে না উষ্ণতা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পিকআপ-প্রাইভেটকার সংঘর্ষে নারী নিহত বাশারকে আশ্রয় দিলেও সব সম্পদ জব্দ করেছে রাশিয়া মণিপুরে হু হু করে ঢুকছে মিয়ানমারের পাচার হওয়া অস্ত্র! রিজওয়ানের নেতৃত্বে ইতিহাস পাকিস্তানের, ঘরের মাঠে ‘প্রথমবার’ চুনকাম দ. আফ্রিকা আজ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হবেন উপদেষ্টা হাসান আরিফ ৪ বিলিয়ন ডলার আত্মসাত : টিউলিপকে জিজ্ঞাসাবাদ নিজের বিমানে ‘ঘুমিয়ে’ পড়েছিলেন বাইডেন! আড়ি পাতায় যুক্তরাষ্ট্রে দোষী সাব্যস্ত পেগাসাস চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সব ম্যাচ দুবাইয়ে কুয়েত সফরে সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত মোদি

সকল