কালিহাতীতে সেপটিক ট্যাঙ্কে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- টাঙ্গাইল সংবাদদাতা
- ২৯ এপ্রিল ২০২০, ১৮:১৫
টাঙ্গাইলের কালিহাতীতে নির্মাণাধীন একটি সেপটিক ট্যাঙ্কে পড়ে গিয়ে বাদশা মিঞা (৫৪) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার বাংড়া ইউনিয়নের খিলদা গ্রামে এ ঘটনা ঘটে। বাদশা মিঞা পাশের ধুনাইল গ্রামের বাসিন্দা।
কালিহাতি থানার ওসি হাসান আল-মামুন জানান, খিলদা গ্রামের বিধান কৃষ্ণ ভৌমিকের বাড়িতে নির্মাণাধীন সেপটিক ট্যাঙ্কে কাজ করছিলেন তিন/চারজন শ্রমিক। এ সময় বাদশা মিঞা সেপটিক ট্যাংকের সেন্টারিংয়ের খুঁটি খুলতে গিয়ে সেখানকার কূপে পড়ে যান। খবর পেয়ে কালিহাতী ও এলেঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে সেপটিক ট্যাঙ্কের দেয়াল কেটে তাকে উদ্ধার করে। তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।