২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ শাবান ১৪৪৬
`

বাদির বাড়িতে আসামি খুন

নিহত রাজিব ওরফে ভিপি রাজিব - ছবি : নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা বাজার এলাকায় বাদির বাড়িতে খুন হয়েছেন এক আসামি। তার নাম রাজিব ওরফে ভিপি রাজিব। মামলা তোলার হুমকি দিতে গিয়ে বাদি কাউসারের লোকজনের গণপিটুনিতে গুরুতর আহত হন তিনি। পরে সোমবার মধ্যরাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রাজিব ফতুল্লার পাগলা বউবাজার এলাকার হাসু তালুকদারের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সোমবার বিকেলে মামলা তুলে নিতে বাদির বাড়ি গিয়ে হুমকি দিতে যায় ভিপি রাজিব। এ সময় গণপিটুনির শিকার হন তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যালে নেয়া হলে সোমবার রাত সাড়ে ১১টায় তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, পাগলা জাউল্লাপাড়া এলাকায় কাউছার নামে এক ব্যক্তিকে ২০১৬ সালে মারধর করে রাজিব ও তার সহযোগীরা। সেই মামলা তুলে নিতে কয়েক দিন ধরেই তাকে হুমকি দিয়ে যাচ্ছিল রাজিব। সোমবার বিকেলে কয়েকজন সহযোগীকে সাথে নিয়ে রাজির জাউল্লাপাড়া এলাকায় কাউছারের বাড়ি যায়। সেখানে গিয়ে মামলা তুলে নিতে চাপ সৃষ্টি করে রাজিব।

এ সময় কাউছারের লোকজন রাজিব ও তার সহযোগীদের ধাওয়া করে। তখন সহযোগীরা পালিয়ে গেলেও রাজিবকে ধরে গণপিটুনি দেন এবং লোহার রড দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন।

পরে স্থানীয় লোকজন রাজিবকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে যান। সেখানে রাত ১১টার দিকে তিনি মারা যান।

ওসি আরো জানান, এ বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে। একইসাথে হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এলাকাবাসী জানান, রাজিবের বিরুদ্ধে একাধিক মামলা আছে। তিনি এলাকায় দুর্ধর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত। তার নিজস্ব সন্ত্রাসী বাহিনীও রয়েছে।


আরো সংবাদ



premium cement
পাবিপ্রবিতে ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ‘মানুষের অধিকার রক্ষা ও কল্যাণ রাষ্ট্র গঠনে জামায়াত নেতাকর্মীদের কাজ করতে হবে’ পাটের ব্যাগের ব্যবহার বাড়াতে ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত হবিগঞ্জে মাইক্রোবাস ও পিকআপের সংঘর্ষে আহত ৭ জুনে নেপালের বিদ্যুৎ আসবে বাংলাদেশে পানছড়িতে আগুনে পুড়ল প্রবাসীর বসতঘর পাকিস্তানকে উড়িয়ে সেমিফাইনালের দোরগোড়ায় ভারত ন্যাটো সদস্যপদ দিলে প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগে রাজি জেলেনস্কি গফরগাঁওয়ে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত বাস্তবতা বুঝতে বললেন কোচ বাটলার কটিয়াদীরের স্বাধীন মিয়া দেশ সেরা দ্রুততম মানব

সকল