০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ন ১৪৩১,
`

নারায়ণগঞ্জ লকডাউন

নারায়ণগঞ্জ লকডাউন - ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, সদর উপজেলার (ফতুল্লা, সদর ও সিদ্ধিরগঞ্জ থানা) এলাকাকে সোমবার থেকে লকডাউন করা হয়েছে। রোববার রাত ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নারায়ণগঞ্জ পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসন সম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়।

জেলা প্রশাসক মো: জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার মো: জাহিদুল আলম, জেলা সিভিলসার্জন ডা ইমতিয়াজ, র‍্যাব ও সেনাবাহিনীর কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

লকডাউনের কথা জানিয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ জাহিদুল আলম বলেন, আমরা বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছি সোমবার থেকে নারায়ণগঞ্জ শহরের সদর উপজেলাধীন তিনটি থানা অর্থাৎ সিদ্ধিরগঞ্জ, সদর ও ফতুল্লা থানা, সিটি করপোরেশন এলাকার কাউকে বাইরে যেতে দেয়া হবে না এবং বাহির থেকে কাউকে ভেতরে প্রবেশ করতে দেয়া হবে না।

তিনি আরো জানান, এসব এলাকায় বিনা প্রয়োজনে রিকশা আরোহী, প্রাইভেটকার আরোহী, মাইক্রোবাস আরোহী ও মোটরসাইকেল আরোহী যারাই যে কাজে বের হোক তাদেরকে প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং বের হওয়া প্রয়োজন ছিল কিনা, প্রশাসন তা যাচাই করবে। এক্ষেত্রে সামাজিক নিরাপত্তা ও দূরত্ব বজায় রাখা হচ্ছে কিনা তা কঠোরভাবে নির্ণয় করা হবে। সোমবার থেকে সামান্যতম কোনো ছাড় দেয়া হবে না।

প্রসঙ্গত নারায়ণগঞ্জে এ পর্যন্ত ১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে একজন বৃদ্ধ ও একজন বৃদ্ধা নারী মারা গেছেন।

এছাড়া আক্রান্ত ছয়জনের অবস্থা ভালো নেই। নারায়ণগঞ্জের বন্দর উপজেলার রসুলবাগ শহরের পাইকপাড়া সহ প্রায় ছয় থেকে সাতটি এলাকা লকডাউন করা হয়েছে। এসব এলাকার প্রায় আট শ‘ পরিবারকে লকডাউনের আওতায় আনা হয়েছে।


আরো সংবাদ



premium cement
ইফার দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত ঢাকা ওয়াসার কেউ দুর্নীতিতে জড়িত থাকলে ব্যবস্থা : উপদেষ্টা আসিফ ২২ ফেব্রুয়ারি হাবের নির্বাচন রাজধানীতে পৃথক ঘটনায় কুপিয়ে ও শ্বাসরোধে ২ জনকে হত্যা ৪২ লাখ টাকাসহ প্রতারক চক্রের সদস্য গ্রেফতার ডিএমপি কমিশনারের সাথে য্ক্তুরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধিদের সাক্ষাৎ তারুণ্যের উৎসবে স্থান পাচ্ছে জুলাই আগস্টের তথ্যচিত্র মৃত্যুবার্ষিকী : রফিকুল ইসলাম আধুনিক অটোমোবাইলস জোন প্রতিষ্ঠার দাবি ওয়েলফেয়ার অব ড্রাইভারস্ এন্ড মেকানিক্সের পশ্চিমবঙ্গে বাংলাদেশের পতাকা অবমাননার অভিযোগ, আটক ৩ ১০ লাখ টাকার অনুদানের চেক শহীদ আবু সাঈদের পরিবারের কাছে হস্তান্তর

সকল