২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

৯৯৯-এ কল দিয়ে আত্মহত্যা করতে যাওয়া যুবককে উদ্ধার

- সংগৃহীত

জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন পেয়ে ঢাকার সাভারে আত্মহত্যা করতে যাওয়া এক যুবককে শ্বাসরুদ্ধকর অভিযানের মাধ্যমে উদ্ধার করেছে পুলিশ।

গণমাধ্যমে পাঠানো পুলিশের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার বিকেল ৩টার দিকে এক কলার ৯৯৯ নম্বরে ফোন করে জানান পলুমার্কেট এলাকায় এক ব্যক্তি ৬ তলা ভবনের ছাদে উঠে নিচে লাফ দিয়ে আত্মহত্যা করতে উদ্যত হয়েছেন। বিষয়টি জানানো মাত্রই সাভার মডেল থানার পুলিশ ঘটনাস্থলে যায়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে লোকটি ছাদে এমনভাবে দাঁড়ানো যে একটু বেখেয়ালি নড়াচড়া করলেই নিচে পরে যেতে পারে। তখন পুলিশ তার সাথে কথা বলার চেষ্টা করলে লোকটি জানায়, তার বাড়ি রংপুর। তিনি ওখান থেকে লাফ দিয়ে আত্মহত্যা করবেন। ওখান থেকে নামবেন না। কেউ উদ্ধার করতে এলে লাফ দিবেন বলেও হুমকি দিচ্ছিলেন। কিন্তু এভাবে কিছুক্ষণ কথা বলার পর পুলিশ বুঝতে পারে, লোকটি হয়তো মানসিকভাবে পুরোপুরি সুস্থ নন।

পরে লোকটিকে উদ্ধারে ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা দুটি দলে ভাগে হয়ে একটি দল ওই লোকটির সাথে কথা বলে তার মনোযোগ তাদের দিকে ধরে রাখছিলেন। অন্য দলটি ওই ভবনের ছাদে ওঠে। তবে ছাদের দরজাটি ওই লোকটি বাইরের দিক থেকে আটকে রাখায় দরজা না ভেঙে ছাদে ওঠার কোনো উপায় ছিল না। তখন পুলিশ শাবল দিয়ে দেয়ালের খানিকটা ইট ভেঙ্গে একটি ফুটো তৈরি করে। এরপর সেখান দিয়ে হাত ঢুকিয়ে দরজা খুলে গিয়ে ওই যুবককে উদ্ধার করে। এর মাধ্যমেই প্রায় এক ঘণ্টা ধরে চলা পুলিশের উদ্ধার অভিযানের সফল সমাপ্তি ঘটে। সূত্র : ইউএনবি।


আরো সংবাদ



premium cement
দক্ষিণ সুদানে তীব্র অপুষ্টির ঝুঁকিতে ২০ লাখের বেশি শিশু বিদেশী কম্বলের ভিড়ে কমেনি লেপ-তোষকের কদর শব্দের চেয়ে দ্রুতগতির ক্ষেপণাস্ত্র প্রস্তত আছে : পুতিন নেশন্স লিগের শেষ আটে কে কার মুখোমুখি হবে মুরাদনগরে পিঠা পুলি জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা যুদ্ধ বন্ধে ট্রাম্পের সাথে বসতে চান পুতিন মাদকের টাকার জন্য মাকে হত্যা, থানায় আত্মসমর্পণ ছেলের আদানির বিরুদ্ধে ওঠা অভিযোগ ভারতীয় অর্থনীতি-রাজনীতিতে যে প্রভাব ফেলবে বিচ্ছেদে খুশি নন সায়রা-রহমান কেউই! তবুও কেন হলো অস্ট্রেলিয়ায় আদিবাসীদের সাথে বর্ণবৈষম্য, আদানির বিরুদ্ধে অভিযোগ মণিপুরে আরো ১০ হাজার জওয়ান পাঠাচ্ছে ভারত সরকার

সকল