পরিবারের বিয়ের চাপে শিক্ষার্থীর আত্মহনন!
- সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
- ১১ জানুয়ারি ২০২০, ১৬:৫০
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিয়েতে রাজি না হওয়ায় পরিবারের চাপসৃষ্টিতে এক শিক্ষার্থীর আত্মহননের ঘটনা ঘটেছে। মোসা: বিথী আক্তার (১৪) নামের ওই শিক্ষার্থী গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠে।
আজ শনিবার সকালে উপজেলার সনমান্দি ইউনিয়নের দৌলরদী গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় সোনারগাঁও থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নিহত বিথী স্থানীয় পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার সনমান্দি ইউনিয়নের দৌলরদী গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে বিথী আক্তারের অমতে বিয়ে ঠিক করে তার পরিবার। আগামীকাল রোববার বিয়ে হওয়ার কথা। বিয়েতে রাজি না হওয়ায় পরিবারের চাপসৃষ্টিতে বাবা-মার সাথে অভিমান করে বিথী আজ শনিবার সকালে ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে সোনারগাঁও থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এলাকাবাসী জানান, কয়েক দিন আগে এই গ্রামের এক বাল্য বিবাহ বন্ধ করে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তারপরেও শিক্ষা না নিয়ে কেন জোর করে শিক্ষার্থীকে বিয়ে দিচ্ছেন তার পরিবারের লোকজন।
সোনারগাঁও থানার ওসি মনিরুজ্জামান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা