২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

রাজবাড়ীর পদ্মার ডুবোচরে আটকে গেল ট্রলার, স্রোতে হারিয়ে গেলেন মাঝি

-

রাজবাড়ীর গোয়াালন্দ উপজেলায় পদ্মা নদীতে ডুবোচরে আটকে বালুবাহী ট্রলার থেকে ছিটকে পড়ে মিরাজ (৪৫) নামে এক মাঝি নিখোঁজ হয়েছেন।

আজ রোববার দুপুর দুইটার দিকে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের কাওয়াজানি এলাকার পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ মাঝি মিরাজ মাদারীপুরের শিবচর থানার বাসিন্দা।

দেবগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান মহাম্মাদ আলী ও স্থানীয় সূত্র জানায়, রাজবাড়ীর ধাওয়াপাড়া থেকে বালু নিয়ে মাদারীপুরের শিবচরে যাচ্ছিল ট্রলারটি। দেবগ্রাম ইউনিয়নের কাওয়াজানি এলাকার মাঝ পদ্মা নদীর ডুবোচরে ট্রলারটি হঠাৎ আটকে যায়। এ সময় ট্রলারের মাঝি মিরাজ নৌকা থেকে ছিটকে নদীতে পড়ে যান। বিষয়টি দেখে নৌকার অন্যান্য মাঝিরা খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু বিকেল ৫টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ মাঝির সন্ধান মেলেনি।

স্থানীয় মাঝিরা বলেন, পদ্মা নদীর ডুবোচরে ট্রলারটি আটকে গেলে পানিতে পড়ে মিরাজ মাঝি নিখোঁজ হন। নদীতে অনেক স্রোত। আমাদের ধারণা স্রোতে ভেসে গেছেন মিরাজ মাঝি। এজন্য এখনো তার সন্ধান পাওয়া যায়নি।

রাজবাড়ীর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শওকত আলী ও গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আব্দুর রহমান বলেন, ট্রলার থেকে পড়ে এক মাঝি নিখোঁজ হয়েছেন। তাকে উদ্ধারে জন্য পদ্মা নদীর ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ডুবুরিরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।


আরো সংবাদ



premium cement