ইটের আঘাতে ২ কলেজ ছাত্র আহত, মামলা বিএনপির ২০ নেতাকর্মীর নামে
- বালিয়াকান্দি (রাজবাড়ী) সংবাদদাতা
- ২৮ ডিসেম্বর ২০১৮, ১২:৩৭, আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৮, ১২:৩৯
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের মিছিলে আসার পথে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজবাড়ীর বালিয়াকান্দিতে ইটের আঘাতে ২ কলেজ ছাত্র আহত হয়েছে বলে দাবি করা হয়েছে। আহতদেরকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন বালিয়াকান্দি ইউনিয়নের ভীমনগর গ্রামের বকু বিশ্বাসের ছেলে ও বালিয়াকান্দি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র রনি বিশ্বাস (২০) ও একই গ্রামের লুৎফর মল্লিকের ছেলে ও ফরিদপুর রাজেন্দ্র কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্র হামিম মল্লিক (২০) জানান, ভীমনগর গ্রাম থেকে বালিয়াকান্দি বাজারে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ জিল্লুল হাকিমের পক্ষে নৌকা মার্কার বিভিন্ন শ্লোগান দিতে দিতে ৩টি অটোবাইক যোগে আসার পথে বালিয়াকান্দি টিএন্ডটি অফিস এলাকায় পৌছালে আমাদের লক্ষ্য করে ইট নিক্ষেপ করা হয়। এতে রনির ডান হাতে এবং হামিমের ডান পায়ে ইটের আঘাত লাগে বলে দাবি করে তারা।
এদিকে রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আযম চুন্নু জানান, মামলার বোঝা মাথায় নিয়ে পালিয়ে বেড়াচ্ছি। তাহলে আমরা কিভাবে হামলা চালালাম!
বালিয়াকান্দি থানার এসআই হাবিবুর রহমান জানান, এ ঘটনায় ‘আহত’ রনির পিতা বকু বিশ্বাস বাদী হয়ে বৃহস্পতিবার রাতে জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আযম চুন্নু, তার ছেলে ছাত্রদল নেতা খোন্দকার শিবলু, ফারুকসহ ১০জনের নাম উল্লেখসহ আরো ১০জনকে অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করেছেন। আসামীদের আটকে অভিযান অব্যাহত আছে।