২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ শাবান ১৪৪৬
`

বিডিআর আর সাগর-রুনি হত্যাকাণ্ড একই সূত্রে গাঁথা : ডা: মাজহার

অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন ডা: মাজহারুল আলম - ছবি : নয়া দিগন্ত

বিডিআর আর সাগর-রুনি হত্যাকাণ্ড একই সূত্রে গাঁথা মন্তব্য করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা: মাজহারুল আলম বলেছেন, ‘স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন করে বাংলাদেশকে ভারতের করদ রাজ্যে পরিণত করতেই এ জাতির ওপর ফ্যাসিবাদ চেপে বসেছিল। দেশের অতন্ত্রপ্রহরী বাংলাদেশ রাইফেলস (বিডিআর) ও দেশপ্রেমিক সাংবাদিকরা শুরুতেই এই ফ্যাসিবাদী শক্তির প্রধান টার্গেটে পরিণত হয়েছিলেন।

তিনি বলেন, ‘ফ্যাসিবাদ এসব হত্যাকাণ্ডের মাধ্যমে বিডিআর এবং সাংবাদিকদের মনোবল ভেঙে দেয়ার চেষ্টা করেছিল। একইভাবে হত্যা-গুম, মিথ্যা মামলা, হামলায় বিরোধী রাজনৈতিক দলগুলোকেও নিশ্চিহ্ন করতে চেয়েছিল।’

বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে গাজীপুর মহানগরীর চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজে ‘আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণী ও ষষ্ঠ এবং একাদশ শ্রেণির নবীনবরণ-২০২৫’ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় প্রতিষ্ঠানটির গভর্নর বডির সভাপতি হিসেবে তিনি অনুষ্ঠানে সভাপতিত্বে করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন প্রতিষ্ঠানটির অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শাহাবুদ্দিন।

প্রধান অতিথি সাবেক অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেন, ‘বিদ্যালয় ছেড়ে গেছি, কিন্তু মায়া একটুকুও কমেনি। আজ আমাকে যে সম্মানিত করা হলো তা কোনো দিন ভুলবো না।’

তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া বলেছিলেন, দেশ ভালো থাকলে আমি ভালো থাকব। তদ্রূপ আমিও বলি, প্রাণের এই প্রতিষ্ঠান ভালো থাকলে আমিও ভালো থাকব।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির সাবেক শিক্ষক বাবু জ্ঞান মোহন সরকার, এম এ রাজ্জাক, আব্দুল খালেক, আব্দুর রহমান, বাবু সুরেশ চন্দ্র বর্মন। এ সময় বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

বুধবার সকাল থেকে কলেজ মাঠে জাতীয় সংগীতের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। সারা দিন ক্রীড়া প্রতিযোগিতা ও নবীনদের বরণ করা হয়। বিকেলে আলোচনা সভা ও সন্ধ্যায় পুরস্কার বিতরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।


আরো সংবাদ



premium cement
ইংল্যান্ডের বিদায়, আশায় আফগানিস্তান পাটজাত পণ্যে ভারতের অ্যান্টি-ডাম্পিং শুল্কের সমাধান চায় বিজেএসএ আমরা ক্ষমতায় গেলে পুঁজিবাজারকে ধারণ করব : আমীর খসরু প্রহসনের কোনো নির্বাচনে বাংলাদেশ মুসলিম লীগ অংশ নেয়নি : আব্দুল আজিজ হাওলাদার ১-৩ গোলে হার বাংলাদেশের ব্যাংকে কত টাকা আছে জানালেন নাহিদ ইসলাম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাংশের বিক্ষোভ আজ ভূ-রাজনৈতিক স্বার্থে রাখাইনে স্বীকৃতি পেতে পারে আরাকান আর্মি ভোরে পুলিশের টহল কার্যক্রম পরিদর্শন স্বরাষ্ট্র উপদেষ্টার ছাত্রদের নতুন কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা বেসরকারি শিক্ষার্থীদের ইংল্যান্ডকে বিদায় করে স্বপ্ন বাঁচিয়ে রাখল আফগানিস্তান

সকল