২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ শাবান ১৪৪৬
`

ডিসেম্বরেই নির্বাচন করা সম্ভব : ইসি আনোয়ারুল

বক্তব্য দিচ্ছেন নির্বাচন কমিশনার (ইসি) মো: আনোয়ারুল ইসলাম সরকার - ছবি : নয়া দিগন্ত

ডিসেম্বরেই নির্বাচন করা সম্ভব মন্তব্য করে নির্বাচন কমিশনার (ইসি) মো: আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, ‘এ ডিসেম্বরকে সামনে রেখে আমরা নির্বাচনের সকল ধরনের প্রস্তুতি নিচ্ছি। এখানে আপনারা খেয়াল করবেন, স্থানীয় নির্বাচন করতে আমাদের এক বছর সময় লাগবে। তাহলে স্থানীয় নির্বাচন করতে গেলে জাতীয় নির্বাচন ডিসেম্বরে করা সম্ভব হবে না।’

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষ্যে জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

এ সময় মতবিনিময় সভায় জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার শামসুল আলম সরকার, জেলা নির্বাচন অফিসার মো: মোজাম্মেল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

ইসি আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ‘আমরা ঘরে ঘরে গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করেছি। এখন রেজিস্ট্রেশন কাজ চলছে পুরোদমে। কোথাও কোথাও সারারাত কাজ চলছে। আমরা আশাব্যঞ্জক সাড়া পাচ্ছি। প্রধান উপদেষ্টা গত ১৬ ডিসেম্বর বক্তব্যে বলেছেন, ডিসেম্বরে অথবা ২০২৬ সালে জুনে নাগাদ নির্বাচন হবে। ডিসেম্বরের মধ্যে যদি কিছু সংস্কার হয়, কিন্তু জুনের মধ্যে হলে বড় ধরনের সংস্কার করা যাবে।’

ইসি বলেন, ‘ডিসেম্বরেই আমরা নির্বাচন করতে পারব, ইনশাআল্লাহ। আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। আগামী দু’থেকে তিন মাসের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ প্রশাসনিক যে কমান্ড তা অনেক উন্নতি হবে।’


আরো সংবাদ



premium cement
ইংল্যান্ডের বিদায়, আশায় আফগানিস্তান পাটজাত পণ্যে ভারতের অ্যান্টি-ডাম্পিং শুল্কের সমাধান চায় বিজেএসএ আমরা ক্ষমতায় গেলে পুঁজিবাজারকে ধারণ করব : আমীর খসরু প্রহসনের কোনো নির্বাচনে বাংলাদেশ মুসলিম লীগ অংশ নেয়নি : আব্দুল আজিজ হাওলাদার ১-৩ গোলে হার বাংলাদেশের ব্যাংকে কত টাকা আছে জানালেন নাহিদ ইসলাম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাংশের বিক্ষোভ আজ ভূ-রাজনৈতিক স্বার্থে রাখাইনে স্বীকৃতি পেতে পারে আরাকান আর্মি ভোরে পুলিশের টহল কার্যক্রম পরিদর্শন স্বরাষ্ট্র উপদেষ্টার ছাত্রদের নতুন কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা বেসরকারি শিক্ষার্থীদের ইংল্যান্ডকে বিদায় করে স্বপ্ন বাঁচিয়ে রাখল আফগানিস্তান

সকল