২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ শাবান ১৪৪৬
`

নারায়ণগঞ্জের সমাবেশে জেলা যুবদল ও ফতুল্লা বিএনপির শো ডাউন

নারায়ণগঞ্জের সমাবেশে জেলা যুবদল ও ফতুল্লা বিএনপির শো ডাউন - ছবি : নয়া দিগন্ত

নারায়ণগঞ্জে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সমাবেশ জেলা যুবদল ও ফতুল্লা থানা বিএনপি শো ডাউন দিয়েছে। জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান এবং ফতুল্লা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু ও সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীর নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে সমাবেশে যোগ দেন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে দ্রব্যমূল্য বৃদ্ধির ঊর্ধ্বগতি রোধ, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিসহ চার দফা কর্মসূচি বাস্তবায়নে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়নগঞ্জ জেলা বিএনপির সমাবেশে যোগ দেয় ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

শহরের খানপুর এলাকায় জেলা বিএনপি আয়োজিত সমাবেশে ফতুল্লা থানার প্রতিটি ইউনিয়ন সহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা চাষাড়া রাইফেল ক্লাব সংলগ্ন পেট্রোল পাম্পের সামনে মূল মিছিলে অংশ নেয়। পরে সেখান থেকে থানার বিভিন্ন এলাকা হতে আসা হাজার হাজার নেতাকর্মী শহিদুল ইসলাম টিটু ও রিয়াদ মোহাম্মদ চৌধুরীর নেতৃত্বে মিছিল নিয়ে সমাবেশস্থলে যান।

এদিকে জেলা বিএনপির সমাবেশে জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমানের সাদেকের নেতৃত্বে শোডাউনের মধ্য দিয়ে হাজার হাজার নেতাকর্মী দ্রব্যমূল্য বৃদ্ধির ঊর্ধ্বগতি রোধ, আইন-শৃংখলা পরিস্থিতির উন্নতির দাবিসহ চার দফা কর্মসূচি বাস্তবায়নে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সমাবেশস্থলে যোগদান করে জেলা যুবদল নেতাকর্মীরা।

জেলার প্রতিটি থানার প্রতিটি ইউনিয়নসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা নতুন কোর্ট এলাকায় জেলা যুবদলের মূল মিছিলে অংশগ্রহণ করে। পরে সেখান থেকে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা হাজার হাজার নেতাকর্মী জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেকের নেতৃত্বে মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগদান করে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদ, আড়াইহাজার উপজেলা যুবদলের সদস্য সচিব খোরশেদ আলম ভূইয়া, তারাবো পৌর যুবদলের সদস্য সচিব কাজী আহাদ, ফতুল্লা থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসমাঈল খান, রুপগঞ্জ উপজেলা যুবদল নেতা আবু মাসুম,ফতুল্লা থানা যুবদল নেতা সাগর সিদ্দিকী, আড়াইহাজার যুবদল নেতা আসাদুজ্জামান আসাদ, ফতুল্লা থানা যুবদল নেতা সৈকত হাসান ইকবাল,তাইজুল ইসলাম আল আমিন, আব্দুর রহমান পিয়াল, সোনারগাঁও উপজেলা যুবদল নেতা করিম ও সোহেল প্রমূখ।


আরো সংবাদ



premium cement
লোহাগাড়ায় বৈদ্যুতিক তারের স্পার্ক থেকে লাগা আগুনে খড়বোঝাই পিকআপ পুড়ে ছাই ফতুল্লায় নিখোঁজ শিশুর লাশ ইটভাটার ঝোঁপ থেকে উদ্ধার যাত্রাবাড়ীতে যুবককে কুপিয়ে হত্যা, ছিনতাইকারীর গুলিতে আহত ১ ছিনতাইকারী সন্দেহে টঙ্গীতে যুবককে হত্যা, উত্তরায় ২ জনকে ঝুলিয়ে গণপিটুনি একটি পরিবারকে আমানতের ৮৭ শতাংশ দেয়া হয়েছে : গভর্নর টাঙ্গাইলে বনভোজনের বাসে ডাকাতি, অস্ত্রের মুখে মালামাল লুট চীনের হাংজো দিয়াংজি ইউনিভার্সিটির সাথে ডুয়েটের সভা অনুষ্ঠিত আমিরাতে নারী জাতীয় দলের প্রথম ম্যাচ কাল নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ বুধবার কেরানীগঞ্জে পরকীয়ার জেরে গৃহবধূকে হত্যা, প্রেমিক আটক তৃতীয় ম্যাচে বাংলাদেশ কাবাডি দলের জয়

সকল