ভাইয়ের মৃত্যুর খবর শুনে মারা গেলেন বোন
- পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা
- ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৩৪
কিশোরগঞ্জে ভাই মো: সিদ্দিক হোসেনের মৃত্যুর খবর শুনে কষ্টে মারা গেছেন তার বোন ফিরোজা বেগম।
রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে নিজ বাড়িতে একসাথে তাদের দু’জনের জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
এর আগে শনিবার পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
তারা উপজেলার হোসেন্দী ইউনিয়নের হোসেন্দী পশ্চিমপাড়া গ্রামের মরহুম মীর হোসেনের সন্তান। ফিরোজা বেগম দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন বলে জানা গেছে।
জানা গেছে, শনিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে মস্তিষ্কে রক্তপ্রবাহ বন্ধ হয়ে আক্রান্ত হন সিদ্দিক হোসেন। তাকে চিকিৎসার জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসারত অবস্থায় রাত ১২টার দিকে তিনি মারা যান। তার লাশ বাড়িতে আনার পর ভাইয়ের মৃত্যুর খবর পান বোন ফিরোজা বেগম। এর কিছু সময় পর তিনিও মারা যান।
সিদ্দিক হোসেনের ছেলে আবু রোমান আশিক বলেন, ‘আমার বাবা মস্তিষ্কে রক্তপ্রবাহ বন্ধ হয়ে আক্রান্ত হয়ে মারা গেছেন। উনার মৃত্যুর খবর শুনার কিছু সময় পর ফুফু (ফিরোজা বেগম) মারা গেছেন।
স্থানীয় বাসিন্দা আলমগীর হোসেন বলেন, ভাইয়ের মৃত্যুর খবর শোনার পর একই দিনে বোনও মারা গেছেন। আল্লাহ তাদের জান্নাতবাসী করুন।
হোসেন্দী ইউপি চেয়ারম্যান মো: হাদিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘বোন আগে থেকেই অসুস্থ ছিল। ভাই মারা গেছে রাত ১টার দিকে আর বোন মারা গেছে আড়াইটার দিকে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা