২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ শাবান ১৪৪৬
`

ভাইয়ের মৃত্যুর খবর শুনে মারা গেলেন বোন

- ছবি : নয়া দিগন্ত

কিশোরগঞ্জে ভাই মো: সিদ্দিক হোসেনের মৃত্যুর খবর শুনে কষ্টে মারা গেছেন তার বোন ফিরোজা বেগম।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে নিজ বাড়িতে একসাথে তাদের দু’জনের জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

এর আগে শনিবার পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

তারা উপজেলার হোসেন্দী ইউনিয়নের হোসেন্দী পশ্চিমপাড়া গ্রামের মরহুম মীর হোসেনের সন্তান। ফিরোজা বেগম দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন বলে জানা গেছে।

জানা গেছে, শনিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে মস্তিষ্কে রক্তপ্রবাহ বন্ধ হয়ে আক্রান্ত হন সিদ্দিক হোসেন। তাকে চিকিৎসার জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসারত অবস্থায় রাত ১২টার দিকে তিনি মারা যান। তার লাশ বাড়িতে আনার পর ভাইয়ের মৃত্যুর খবর পান বোন ফিরোজা বেগম। এর কিছু সময় পর তিনিও মারা যান।

সিদ্দিক হোসেনের ছেলে আবু রোমান আশিক বলেন, ‘আমার বাবা মস্তিষ্কে রক্তপ্রবাহ বন্ধ হয়ে আক্রান্ত হয়ে মারা গেছেন। উনার মৃত্যুর খবর শুনার কিছু সময় পর ফুফু (ফিরোজা বেগম) মারা গেছেন।

স্থানীয় বাসিন্দা আলমগীর হোসেন বলেন, ভাইয়ের মৃত্যুর খবর শোনার পর একই দিনে বোনও মারা গেছেন। আল্লাহ তাদের জান্নাতবাসী করুন।

হোসেন্দী ইউপি চেয়ারম্যান মো: হাদিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘বোন আগে থেকেই অসুস্থ ছিল। ভাই মারা গেছে রাত ১টার দিকে আর বোন মারা গেছে আড়াইটার দিকে।’


আরো সংবাদ



premium cement
পদত্যাগের দাবিতে বিক্ষোভ, মধ্যরাতে প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ‘২০০ ভরি’ স্বর্ণালঙ্কার ছিনতাই পাঠ্যবই মুদ্রণে সফল ৩৫ প্রতিষ্ঠানকে এনসিটিবির সংবর্ধনা অপারেশন ডেভিল হান্টে আরো ৫৮৫ জন গ্রেফতার সেনা অফিসারদের হত্যার ষড়যন্ত্রকারীদের বিচারের দাবিতে সমাবেশ দেশের আকাশসীমায় সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা সচেষ্ট : বিমান বাহিনী রমজানে কোনো নিত্য পণ্যের দাম বাড়বে না : অর্থ উপদেষ্টা নতুন গবেষণা ইনস্টিটিউটের আত্মপ্রকাশ মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সম্পন্ন নাহিদের পদত্যাগের গুঞ্জন নিয়ে যা জানা গেল জার্মান নির্বাচন : বুথ ফেরত জরিপে এগিয়ে সিডিইউ

সকল