২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ শাবান ১৪৪৬
`

গাজীপুরে প্রকাশ্যে মাইকে ঘোষণা দিয়ে চাঁদা দাবির ঘটনায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৪

গাজীপুরে প্রকাশ্যে মাইকে ঘোষণা দিয়ে চাঁদা দাবি করেন যুবদল নেতা। - ছবি : নয়া দিগন্ত

গাজীপুরের শ্রীপুরে প্রকাশ্যে মাইকে ঘোষণা দিয়ে চাঁদা চাওয়ার ঘটনায় যুবদল নেতা জাহাঙ্গীর আলম পিন্টুর বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ ঘটনায় রাতভর অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জয়নাল আবেদীন মণ্ডল মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। মামলাটি করেন এমসি বাজারের ব্যবসায়ী হযরত আলী।

গ্রেফতাররা হলেন শ্রীপুরের মুলাইদ মধ্যপাড়া এলাকার মরহুম দুলাল উদ্দিনের ছেলে হাসেম (৩৯), আইনুদ্দিনের ছেলে আসাদুল ইসলাম (২৪), মরহুম ছমির উদ্দিনের ছেলে সুমন মিয়া (২৮) ও টেপিরবাড়ি এলাকার মো: মাইজ উদ্দিনের ছেলে হৃদয় হাসান রাকিব (২৬)।

ওসি জানান, মামলায় পাঁচজন এজাহারভুক্তসহ অজ্ঞাতনামা ২০-২৫ জনকে অভিযুক্ত করা হয়েছে। ইতোমধ্যে চারজনকে গ্রেফতার করা হয়েছে এবং এক আসামির কাছ থেকে একটি রামদা উদ্ধার করা হয়েছে। মূল অভিযুক্ত জাহাঙ্গীর আলমসহ বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।

এর আগে শনিবার বিকেলে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের এমসি বাজার এলাকায় যুবদল নেতা জাহাঙ্গীর আলম পিন্টু তার সহযোগীদের নিয়ে হ্যান্ডমাইকে ঘোষণা দিয়ে চাঁদা দাবি করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর যুবদলের কেন্দ্রীয় কমিটি তাকে বহিষ্কার করে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, জাহাঙ্গীর আলম বলেন, আমার লোকজন এখনই বাজারের খাজনা তুলবে, কেউ বাধা দেবেন না, বাধা দিলে ভয়াবহ পরিণতি হবে। তার আশপাশে লাল গামছা বাঁধা শতাধিক যুবক ছিল, যাদের হাতে ছিল রামদা ও দেশীয় অস্ত্র।

গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান মোল্লা জানান, জাহাঙ্গীর আলম পিন্টু, তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের নূরু বেপারীর ছেলে। তিনি শ্রীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি একই ইউনিয়নের ছাত্রদলের সাবেক সদস্যসচিব ছিলেন। দলীয় শৃংঙ্খলা পরিপন্থী কাজ করায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এই ঘটনায় আরো জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।


আরো সংবাদ



premium cement
পদত্যাগের দাবিতে বিক্ষোভ, মধ্যরাতে প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ‘২০০ ভরি’ স্বর্ণালঙ্কার ছিনতাই পাঠ্যবই মুদ্রণে সফল ৩৫ প্রতিষ্ঠানকে এনসিটিবির সংবর্ধনা অপারেশন ডেভিল হান্টে আরো ৫৮৫ জন গ্রেফতার সেনা অফিসারদের হত্যার ষড়যন্ত্রকারীদের বিচারের দাবিতে সমাবেশ দেশের আকাশসীমায় সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা সচেষ্ট : বিমান বাহিনী রমজানে কোনো নিত্য পণ্যের দাম বাড়বে না : অর্থ উপদেষ্টা নতুন গবেষণা ইনস্টিটিউটের আত্মপ্রকাশ মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সম্পন্ন নাহিদের পদত্যাগের গুঞ্জন নিয়ে যা জানা গেল জার্মান নির্বাচন : বুথ ফেরত জরিপে এগিয়ে সিডিইউ

সকল