২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ ফাল্গুন ১৪৩০, ২২ শাবান ১৪৪৬
`

সোনারগাঁয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

সোনারগাঁয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা - নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গ্রীন চাইল্ড কিন্ডারগার্টেন চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মহান মাতৃভাষা দিবস উপলক্ষে এ চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

গ্রীন চাইল্ড কিন্ডারগার্টেনর সভাপতি ফিরোজ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের দফতর সম্পাদক ইকবাল মজুমদার তৌহিদ।

প্রধান অতিথির বক্তব্যে ঢাকা সাংবাদিক ইউনিয়নের দফতর সম্পাদক ইকবাল মজুমদার তৌহিদ বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি আমাদের সন্তানদের নৈতিক শিক্ষা দিতে হবে। আর নৈতিক শিক্ষা একমাত্র ধর্মীয় শিক্ষার মাধ্যমে অর্জন করা সম্ভব।

তিনি বলেন, নৈতিকভাবে দৃঢ় হওয়ার কারনেই দেশপ্রেমে উদ্ভুদ্ধ হয়ে ভাষা শহীদরা তাদের জীবন মাতৃভাষার জন্য উৎসর্গ করতে পেরেছে। তাই নৈতিকতা শিক্ষায় ধর্মীয় শিক্ষার বিকল্প নেই। এ সময় তিনি শিক্ষার্থীদের সৃষ্টিকর্তার উপর নির্ভরশীল হতে উৎসাহিত করেন।


আরো সংবাদ



premium cement