২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ ফাল্গুন ১৪৩০, ২২ শাবান ১৪৪৬
`

ভুল বুঝাবুঝি হলে ফ্যাসিবাদ আবারো চেপে বসবে : হাসান সরকার

ভুল বুঝাবুঝি হলে ফ্যাসিবাদ আবারো চেপে বসবে : হাসান সরকার - নয়া দিগন্ত

বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝিতে ঐক্য বিনষ্ট করবেন না। একে-অপরকে হারাতে চাইলে এক সময় সকলে হারিয়ে যাবেন, তখন ফ্যাসিবাদ আবার চেপে বসবে।

তিনি বলেন, রাজনীতি হচ্ছে মানুষের কল্যাণের জন্য আওয়ামী লীগের রাজনীতি ছিল লুটপাটের। ফ্যাস্টিট হাসিনা নিজে বলেছিল তার পিয়ন জাহাঙ্গীর চার শ’ কোটি টাকার মালিক। পিয়ন যদি চার শ’ কোটি টাকার মালিক হয় তাহলে হাসিনা হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে। এই লুটপাটের কারণেই হাসিনা সাঙ্গ-পাঙ্গ নিয়ে পালিয়ে যেতে হয়েছে।

হাসান সরকার বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, দখলবাজি, চাঁদাবাজি ও ঝুট-ঝামেলায় জড়াবেন না। এসব থেকে বিরত থাকুন এটা দলের জন্য এক ধরনের বোঝা। দলের হাইকমান্ড যদি মনে করেন আপনি দলের জন্য বোঝা তাহলে ছিটকে পড়বেন। ইতোমধ্যে কয়েকটি নজির দেখেছেন।

শুক্রবার বিকেলে নগরীর গাছা থানার দক্ষিণ খাইলকুর আপন বাজার এলাকায় ৩৮ নম্বর ওয়ার্ড তৃণমূল বিএনপি ও অঙ্গ, সহযোগী সংগঠনের উদ্যোগে ২১ ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের স্মরণে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও অসহায় দরিদ্রদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

৩৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো: সাদিকুর রহমান টিপুর সভাপতিত্বে গাছা থানা জাসাসের আহ্বায়ক মামুনুর রশীদ মামুনের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন- মহানগর বিএনপির সাবেক দফতর সম্পাদক মো: আব্দুর রহিম খান কালা, কৃষক দলের কেন্দ্রীয় সদস্য মো: হারুন অর রশীদ খান, বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন, বিএনপি নেতা মো: মোশাররফ হোসেন, থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলী সরকার, যুবদল নেতা মো: আল আমিন, মো: সাইফুল ইসলাম, মেহেদী হাসান, শ্রমিক দল নেতা মো: দেলোয়ার হোসেন, মো: নাজমুল, স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব সরকার, জাসাস নেতা শরীফ খান প্রমুখ।

অনুষ্ঠান শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনাসহ সকল ভাষা শহীদদের জন্য বিশেষ দোয়া করা হয়। পরে ৩ শতাধিক অসহায় দরিদ্রদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। এর আগে হাসান সরকার আগামী নিবার্চনে উপস্থিত সকল নেতাকর্মীদের কাছে দোয়া চেয়ে নিজেকে প্রার্থী ঘোষণা দেন।


আরো সংবাদ



premium cement