২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ ফাল্গুন ১৪৩০, ২২ শাবান ১৪৪৬
`

কিশোরগঞ্জে ৭ দিনব্যাপী বইমেলার উদ্বোধন

মেলার উদ্বোধন করছেন জেলা প্রশাসক ফৌজিয়া খান - ছবি : নয়া দিগন্ত

কিশোরগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহিদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামের আউটারে শুরু হয়েছে সাত দিনব্যাপী বইমেলা।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ফৌজিয়া খান।

এ সময় জেলা প্রশাসকের সভাপতিত্বে মেলা মঞ্চে আলোচনা সভায় বক্তব্য দেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, সিভিল সার্জন সাইফুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, জেলা জামায়াতের আমির অধ্যাপক মো: রমজান আলী, ভাষা সৈনিকের সন্তান ও কিশোরগঞ্জ জেলা আদালতের সরকারি কৌঁসুলি (জিপি) জালাল মোহাম্মদ গাউস, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মাহবুবুল আলম, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও নয়া দিগন্তের কিশোরগঞ্জ প্রতিনিধি মো: আল আমিন প্রমুখ।

কিশোরগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত এ মেলায় ৪০টি বইয়ের স্টল রয়েছে। মেলা প্রতিদিন বেলা ২টা থেকে রাত পর্যন্ত সর্বসাধারণের জন্য খোলা থাকবে। মেলা চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

প্রতিদিন বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আলোচনা সভা ও প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত।


আরো সংবাদ



premium cement