ফরিদপুরে ইটবোঝাই ট্রাক্টর খাদে পড়ে ড্রাইভার নিহত
- বোয়ালমারী (ফরিদপুর) সংবাদদাতা
- ২১ ফেব্রুয়ারি ২০২৫, ২০:০৫
ফরিদপুরের বোয়ালমারীতে ইটবোঝাই ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ড্রাইভার হামিম মিয়ার (২৫) মৃত্যু হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক সড়কে চতুল ইউনিয়নের বাইখীর মাদরাসার সামনের এ দুর্ঘটনা ঘটে।
নিহত হামিম মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার চরজাংগলিয়া গ্রামের সাবু মিয়ার ছেলে।
প্রতক্ষ্যদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মধুখালী উপজেলার কামারখালী বাগবাড়িয়া এলাকার ইট ভাটা থেকে ইট বোঝাই করে মুকসুদপুর যাওয়ার সময় বাইখীর মাদরাসার সামনে গেলে ট্রাক্টরটি উল্টে যায়। এ সময় ড্রাইভার হামিম নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
জরুরী বিভাগের চিকিৎসক ডা. তরিকুল ইসলাম বলেন, ‘ড্রাইভার হামিমকে হাসপাতালে আনার আগেই তিনি মারা যান। তার সহযোগী সোহেল নামে একজন আহত হন। তিনি এখন আশঙ্কামুক্ত।’
বোয়ালমারী অফিসার ইনচার্জ (ওসি) মো: মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ট্রাক্টর উল্টে ড্রাইভার নিহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহত পরিবারের অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা