‘দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দ্বিতীয় পদ্মাসেতু করা হবে’
- গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা
- ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৫০
রাজবাড়ী-১ আসনের সাবেক সাংসদ ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, আগামীতে বিএনপি ক্ষমতায় এলে রাজবাড়ী গোয়ালন্দসহ দক্ষিণ বঙ্গের মানুষের প্রাণের দাবি দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দ্বিতীয় পদ্মাসেতু স্থাপন করা হবে।
রাজবাড়ী গোয়ালন্দ উপজেলা ও পৌর বিএনপি ও এর অংগ সহযোগী সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার বিকেল ৪টায় গোয়ালন্দ শহিদ মহিউদ্দিন আনসার ক্লাব ময়দানে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জনসভায় গোয়ালন্দ উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি রুস্তম আলী মোল্লার সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার মাহবুবুর আলম শাহিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নইম আনসারী, সদস্যসচিব প্রফেসর মঞ্জুরুল আলম দুলাল, জেলা বিএনপি নেতা অর্নব নেওয়াজ মাহমুদ রিশিদ, কার্যকর সদস্য অ্যাডভোকেট মাহবুবুর রহমান।
এ ছাড়া সভায় বক্তব্য রাখেন, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সুলতানুর ইসলাম মুন্নু মোল্লা, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুরাদ আল রেজা, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক শাহ আলম, জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক প্রফেসর ইয়াসমিন আরা পিয়া, উপজেলা শ্রমিকদলের সহসভাপতি ফেরদৌস দেওয়ান, উপজেলা যুবদলের আহ্বায়ক ফারুক দেওয়ান, পৌর বিএনপির যুগ্ন-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, জেলা ছাত্রদলের সদস্য শাহরিয়ার আদনান নুর ইসলাম, জেলা ছাত্রদলের সদস্য ফিডেল চৌধুরী, উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আবু বক্কার সিদ্দিক, পৌর যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন মন্ডল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এহিয়া খান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম, উপজেলা তরুণ দলের সভাপতি মাসুদ রানা, উপজেলা জিয়া সরাইবার ফোর্স নেতা সাইফুর ইসলাম মিলন প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা