১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০১ ফাল্গুন ১৪৩১, ১৪ শাবান ১৪৪৬
`

আবুল কাসেমের জানাজায় আ’লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি

গাজীপুর রাজবাড়ি মাঠে শহীদ আবুল কাসেমের জানাজার নামাজে মুসল্লীরা। - ছবি : নয়া দিগন্ত

গাজীপুরে হামলায় নিহত আবুল কাসেমের জানাজায় আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার দাবি তোলা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় গাজীপুর রাজবাড়ি মাঠে শহীদ আবুল কাসেমের জানাজা পূর্ব বক্তব্যে এ দাবি তুলেন মহানগর জামাতে ইসলামীর নায়েবে আমির ও আগামী সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসনের জামায়াত মনোনীত সম্ভাব্য প্রার্থী মো: হোসেন আলী।

তিনি বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে যেভাবে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, ঠিক একইভাবে আওয়ামী লীগের রাজনীতিও নিষিদ্ধ করতে হবে।

এ সময় ‘আওয়ামী ফ্যাসিস্টদের প্রতিবিপ্লবের প্রথম শহীদ আবুল কাসেম’ মন্তব্য করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খান বলেন, ফ্যাসিবাদ গত ১৫ বছর পুলিশকে জনগণের বিপক্ষে ব্যবহার করেছে। আমরা অঙ্গীকার করছি, যারা জনগণের কাজ করবে পুলিশ তাদেরই পাশে থাকবে। কখনো যদি ফ্যাসিবাদ মাথাচাড়া দেয় জনগণকে সাথে নিয়ে পুলিশ তা রুঁখে দেবে।

পুলিশ কমিশনার আরো বলেন, অপারেশন ডেভিল হান্টের মাধ্যমে অনেক সন্ত্রাসী গ্রেফতার হয়েছে। আমরা বিশ্বাস করি সন্ত্রাসীরা কোনো দলের হয় না। ফ্যাসিবাদ কোনো দলের হয় না। যারা রাজনীতি করে তারা ফ্যাসিবাদ হয় না। হতে পারে না। রাজনীতি আর ফ্যাসিবাদ এক জিনিস নয়। জনগণের রাজনীতি যারা করে আমরা তাদের সাথে কাজ করতে চাই। আমরা জনগণকে নিয়ে সব সন্ত্রাসীকে দমন করতে চাই। সকল ক্রিমিনালকে আইনের আওতায় আনতে চাই। ফ্যাসিবাদের বিরুদ্ধে আপনারা প্রতিরোধ গড়ে তুলুন পুলিশ আপনাদের সাথে আছে, প্রশাসন আপনাদের পাশে আছে। কখনোই আর ওই হায়নার দল আর মাথা চারা দিয়ে উঠতে পারবে না।

কাসেমের জানাজায় বিএনপি, জামায়াত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, পুলিশ বিভাগ, জেলা প্রশাসনের কর্মকর্তাগণ, সাংবাদিক, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের শত শত মানুষ অংশ নেন।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে আবুল কাসেমের লাশ বহনকারী অ্যাম্বুলেন্স রাজবাড়ি মাঠে এসে পৌঁছালে তাকে একনজর দেখার জন্য শত শত মানুষ মানুষের ভিড় জমায়। বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়ি মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পড়ান হেফাজত ইসলামের গাজীপুর জেলার যুগ্ম সম্পাদক মুফতি নাছির উদ্দিন খান।

দ্বিতীয় দফা জানাজা শেষে লাশ গাজীপুর মহানগরের গাছা থানাধীন দক্ষিণ কলমেশ্বর শহীদ আবুল কাসেমদের বাড়িতে নেয়া হয় এবং সেখানে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরাস্থানে তাকে দাফন করা হয়।

জানাজা শুরুর আগে বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিন, নায়েবে আমির মো: হোসেন আলী, গাজীপুর সদর মেট্রো থানা জামায়াতের আমির সালাহ উদ্দিন আইউবী, ফ্যাসিবাদ বিরোধী তৃণমূল মঞ্চের কেন্দ্রীয় সভাপতি ও সুপ্রিম কোর্টের আইনজীবী নজরুল ইসলাম খান বিকি, বৈষম্যবিরোধী আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রাশেদ, কেন্দ্রীয় সদস্য ইমতিয়াজ আহমেদ তানভীর, নয়ন দেওয়ান, গাজীপুর সদর মেট্রো থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির আহমেদ, গাজীপুর মহানগর বিএনপির সাবেক গণমাধ্যম বিষয়ক সম্পাদক সাংবাদিক দেলোয়ার হোসেন, গাছা থানা জামায়াতের আমির নিয়াজ উদ্দিন, ইসলামী ছাত্রশিবির জেলা কমিটির সভাপতি রেজাউল করিম, ছাত্র অধিকারের নেতা ফরিদুজ্জামান জাহিদ প্রমুখ।

অপরদিকে ছাত্র নেতৃবৃন্দ মোজাম্মেলের বাড়িতে হামলা ও রাজবাড়ি রোডে ছাত্রকে গুলি করার ঘটনায় জড়িতরা সকলে গ্রেফতার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে তাদের বিচারের আওতায় আনার দাবি জানান।

উল্লেখ্য, ফ্যাসিস্ট হাসিনার ঘনিষ্ট সহচর সাবেক দুর্নীতিবাজ মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে গত শুক্রবার রাতে হামলা ঠেকানোর কথা বলে ডেকে নিয়ে শিক্ষার্থীদের ওপর আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ সন্ত্রাসীদের পরিকল্পিত হামলায় আহত আবুল কাসেম (২০) চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার বেলা ৩টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান।


আরো সংবাদ



premium cement