মাদারীপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
- ডাসার (মাদারীপুর) প্রতিনিধি
- ১২ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৫২
মাদারীপুরের ডাসারে বিএনপির কার্যালয় ভাঙচুর মামলায় সাইফুল ইসলাম বেপারী (৪০) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে তাকে মাদারীপুর জেলহাজতে পাঠানো হয়। এর আগে এ মামলায় মঙ্গলবার রাত ১০টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া সাইফুল ডাসার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও কাজী বাঁকাই ইউনিয়নের পরিষদের সাবেক সদস্য। তিনি উপজেলার পশ্চিম খান্দুলী গ্রামের আব্দুল সাত্তার বেপারীর ছেলে বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সাইফুল তার কর্মী ও সমর্থকদের নিয়ে গত ২০২৩ সালের ১৬ জানুয়ারি ডাসার কাঁঠালতলা বাজারে কটকেল বিস্ফোরণ ও মারামারি করে বিএনপির অফিসে ভাঙচুর চালায়। এ ঘটনায় ইউপি সদস্য রুবেল হোসেন ওই সময় ডাসার থানায় মামলা করেন।
এ বিষয়ে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল বারিক বলেন, ‘সাইফুলের বিরুদ্ধে থানায় মামলা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।’