১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১, ১৩ শাবান ১৪৪৬
`

মাদারীপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

সাইফুল ইসলাম বেপারী - ছবি : নয়া দিগন্ত

মাদারীপুরের ডাসারে বিএনপির কার্যালয় ভাঙচুর মামলায় সাইফুল ইসলাম বেপারী (৪০) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে তাকে মাদারীপুর জেলহাজতে পাঠানো হয়। এর আগে এ মামলায় মঙ্গলবার রাত ১০টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া সাইফুল ডাসার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও কাজী বাঁকাই ইউনিয়নের পরিষদের সাবেক সদস্য। তিনি উপজেলার পশ্চিম খান্দুলী গ্রামের আব্দুল সাত্তার বেপারীর ছেলে বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সাইফুল তার কর্মী ও সমর্থকদের নিয়ে গত ২০২৩ সালের ১৬ জানুয়ারি ডাসার কাঁঠালতলা বাজারে কটকেল বিস্ফোরণ ও মারামারি করে বিএনপির অফিসে ভাঙচুর চালায়। এ ঘটনায় ইউপি সদস্য রুবেল হোসেন ওই সময় ডাসার থানায় মামলা করেন।

এ বিষয়ে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল বারিক বলেন, ‘সাইফুলের বিরুদ্ধে থানায় মামলা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।’


আরো সংবাদ



premium cement