ফরিদপুরে ট্রাকের চাপায় ইজিবাইকের ২ যাত্রী নিহত
- ফরিদপুর প্রতিনিধি
- ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১৮
![](https://www.dailynayadiganta.com/resources/img/article/202502/19691905_196.jpg)
ফরিদপুরে ট্রাকের চাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে ফরিদপুর শহরের চুনাঘাটা বেরিবাঁধ সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন- সদর উপজেলার খলিল মন্ডলেরহাট এলাকার আলী পাটাদারের ছেলে হাসেম পাটাদার (৪০) ও লাল মিয়ার ছেলে লাভলু মিয়া (২৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুর সদর উপজেলার খলিল মন্ডলেরহাট এলাকা থেকে ইজিবাইকযোগে শহরের দিকে যাচ্ছিলেন ছয়জন। এ সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের নিচে চাপাপড়ে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহত ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে দু’জন মারা যান। বাকি চারজন ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, ‘ট্রাক-ইজিবাইক সংঘর্ষে দু’জন নিহত আর চারজন আহত হয়েছেন। বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা