মোজাম্মেল হকের বাড়িতে হামলায় আহত কাশেম মারা গেছেন
- নয়া দিগন্ত অনলাইন
- ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৫৬, আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:১৭
![](https://www.dailynayadiganta.com/resources/img/article/202502/19691890_193.jpg)
গাজীপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে ছাত্রদের ডেকে নিয়ে ফাঁদে ফেলে হামলা চালায় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। এ হামলায় আহত আবুল কাশেম (২০) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিনি মারা যান।
হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো: ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গাজীপুরের ঘটনা গুরুতর আহত অবস্থায় কাশেমকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে পরে তাকে ঢামেক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আইসিইউতে ভর্তি রাখেন। চিকিৎসাধীন অবস্থায় বুধবার বেলা ৩টার দিকে তিনি মারা গেছেন।
তিনি আরো জানান, তার লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা