১২ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১, ১২ শাবান ১৪৪৬
`

নিউরোসায়েন্সে কর্মচারীদের হামলায় তিন চিকিৎসকসহ আহত ১০

- ছবি : নয়া দিগন্ত

রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস (নিন্স) বা বহুল পরিচিত নিউরোসায়েন্স হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী ও আউটসোর্সিংয়ের লোকদের হামলায় তিন চিকিৎসকসহ ১০ জন আহত হয়েছেন।

আজ বুধবার সকালে এ হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

চিকিৎসকদের একাধিক সূত্রে জানা গেছে, চার মাস আগে নিউরোসায়েন্সেস হাসপাতাল থেকে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) নেতা অধ্যাপক ডা. গুরুদাস মণ্ডলকে পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে বদলি করা হয়। সম্প্রতি তাকে আবার নিন্সে ফিরিয়ে আনা হলে এ নিয়ে চিকিৎসকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। এই আদেশের প্রতিবাদ ও বাতিলের দাবিতে সকালে হাসপাতালের ৪০২ নম্বরে কর্মসূচিতে মিলিত হন চিকিৎসকরা। সেখানে চতুর্থ শ্রেণির কর্মচারী ও আউটসোর্সিংয়ের লোকজন চিকিৎসকদের অবরুদ্ধ করে হামলা চালায়।

এদিকে অভিযোগ উঠেছে, হামলাকারীরা নিউরোসায়েন্সেস হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদের অনুগত।

অভিযোগের সত্যতা জানতে অধ্যাপক দীন মোহাম্মদকে একাধিকবার চেষ্টা করেও মুঠোফোনে পাওয়া যায়নি।


আরো সংবাদ



premium cement