দোহারে সাব-রেজিস্ট্রার অফিসে তালা দিল দলিল লেখকরা
- দোহার (ঢাকা) সংবাদদাতা
- ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৪১
অনিয়মিত অফিস করা ও দলিল রেজিস্ট্রি সম্পন্ন না করে চলে যাওয়ার ঘটনায় সাব-রেজিস্ট্রার অফিসে তালা ঝুলিয়ে দিলেন উপজেলার কর্মরত দলিল লেখকরা।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে ঢাকার দোহারে এ ঘটনা ঘটে।
দলিল লেখক ও ভুক্তভোগীরা জানান, মঙ্গলবার দুপুর ১২টার দিকে অফিসে আসেন দোহার উপজেলা সাব-রেজিস্ট্রার আকলিমা ইয়াসমিন। বেলা ৩টার দিকে তিনি ১০টি দলিল রেজিস্ট্রি সম্পন্ন না করেই অফিস ত্যাগ করে চলে যান। এ সময় দলিল লেখকরা তাকে দলিল সম্পন্ন করে যাওয়ার অনুরোধ করেন। কিন্তু তাদের অনুরোধ উপেক্ষা করে তিনি অফিস ত্যাগ করেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে দলিল লেখকরা সাব-রেজিস্ট্রারের অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেন।
খবর পেয়ে আকলিমা ইয়াসমিন দ্রুত অফিসে এসে তালা ঝুলানোর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে মামলা করার হুমকি দেন। এক পর্যায়ে দলিল দাতা গ্রহীতাদের হস্তক্ষেপে তালা খুলে দিলে অফিসে গিয়ে বসেন তিনি। কিছু সময় অফিসে অপেক্ষা করার পর দলিল সম্পন্ন না করে বিকেল ৫টার দিকে ফের অফিস ত্যাগ করেন সাব-রেজিস্ট্রার।
নজরুল ইসলাম নামের এক ভুক্তভোগী জানান, ‘আমি অসুস্থ মানুষ। অসুস্থ শরীর নিয়ে সকাল ১১টার দিকে সাব-রেজিস্ট্রার অফিসে এসে টাকা-পয়সা জমা দিয়ে রেজিস্ট্রির জন্য অপেক্ষা করতে থাকি। কিন্তু দলিল রেজিস্ট্রি না করেই তিনি কোনো কারণ ছাড়াই অফিস থেকে বেরিয়ে যান।’
চরকুশাই এলাকার ভুক্তভোগী তাজু মোল্লা একজন দলিল গ্রহীতা হিসেবে সাব-রেজিস্টার অফিসে আসার পর কাগজ-পত্র প্রস্তুত করে কয়েক ঘণ্টা বসে থাকলেও দলিল রেজিস্ট্রি না করেই চলে যায় সাব-রেজিস্ট্রার।
উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি বাদল হোসেন মৃধা বলেন, ‘সপ্তাহে তিন দিন অফিস করে সাব-রেজিস্ট্রার। সপ্তাহে পাঁচ দিন অফিস করার নির্দেশনা থাকলেও তিনি সপ্তাহে তিন দিন অফিস করার কারণে ভোগান্তিতে পড়েন সেবাগ্রহীতারা। এ থেকে আমরা পরিত্রাণ চাই।’
সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন জানান, ‘সকাল থেকেই দলিল দাতা রেজিস্ট্রি করার জন্য এখানে আসেন। কিন্তু সাব-রেজিস্ট্রার দলিল বাকি রেখে চলে যাওয়ায় অফিসের স্টাফরা মিলে তালা ঝুলিয়ে দিয়েছে।’
এ ব্যাপারে দোহার উপজেলা সাব-রেজিস্ট্রার আকলিমা ইয়াসমিনের বক্তব্য জানতে চাইলে তিনি কোনো কিছু না বলে অফিস থেকে দ্রুত বেরিয়ে যান।
ঢাকা জেলা সাব-রেজিস্ট্রার মুনশী মোকলেছুর রহমানের কাছে এ বিষয়ে জানার জন্য একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন কল রিসিভ করেননি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা