১২ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১, ১২ শাবান ১৪৪৬
`

সিরাজদিখানে নিখোঁজের ১১ দিন পর লাশ উদ্ধার, আটক ৪

সিরাজদিখানে নিখোঁজের ১১ দিন পর লাশ উদ্ধার, আটক ৪ - প্রতীকী ছবি

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা থেকে নিখোঁজের ১১ দিন পর শ্রীনগরের একটি ডোবা থেকে দিনমজুর শামসুল হাওলাদার (৪০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শামসুলের পরকিয়া প্রেমিকাসহ চারজনকে আটক করা হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে শ্রীনগর উপজেলার তন্তর ইউনিয়নের ব্রাক্ষ্মনখোলা গ্রামের খানবাড়ির একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

শামসুল হাওলাদার সিরাজদিখান উপজেলার বাসাইল গ্রামের মনু হাওলাদারের ছেলে।

জানা যায়, গত ৩১ জানুয়ারি নিখোঁজ হন শামসুল। পরে ৩ ফেব্রুয়ারি সিরাজদিখান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে তার পরিবারের সদস্যরা। এ ঘট নার তদন্তে নেমে ব্রাক্ষ্মনখোলা গ্রামের লিপি আক্তার (৩৮) ও তার স্বামী জাফর খানকে (৫৫) আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে লিপি আক্তারের দেয়া তথ্যের ভিত্তিতে গত সোমবার রাতে তার ঘরের শোকেস থেকে শামসুল হাওলাদারের ব্যবহৃত মোবাইলফোন উদ্ধার করা হয়। পরে বাড়ির পাশের একটি ডোবায় কচুরিপানা দিয়ে ঢেকে রাখা শামসুল হাওলাদারের লাশ পুলিশকে দেখান লিপি আক্তার।

লাশ উদ্ধারের সময় লিপি আক্তার জানান, শামসুল হাওলাদার নিখোঁজ হওয়ার রাতে তার সাথে দেখা করতে আসেন। পরে তাদের বাড়ির টিউবয়েলের পাশে দাঁড়িয়ে থাকেন। এ সময় কারো উপস্থিতি টের পেয়ে সে দৌড় দিলে আঘাতপ্রাপ্ত হয়ে মারা যান। পরে তিনি তার লাশ ওই ডোবায় ফেলে দেন।

তবে সাধারণ ডায়রির (জিডি) তদন্তকারী কর্মকর্তা সিরাজদিখান থানার উপ-পরিদর্শক (এসআই) সাইউল ইসলাম জানান, লিপি আক্তারের সাথে রাতে দেখা করতে আসে শামসুল হাওলাদার। এসময় তার ছেলে জিহাদ তাকে দেখে ফেলে। পরে তাকে মারধর করে জিহাদ। মারধরের একপর্যায়ে ঘটনাস্থলেই নিহত হন শামসুল। পরে পরিবারের লোকজন মিলে শামসুলের লাশটি গুম করে পার্শ্ববর্তী ডোবায় ফেলে দেয়। এ ঘটনায় লিপি আক্তার ও তার স্বামীসহ ছেলে জিহাদ খান (২০), মেয়ে সিনথিয়াকে (১৬) আটক করে পুলিশ।

সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার ইমরান খান বলেন, ‘শামসুল হাওলাদারের লাশ উদ্ধার করে মুন্সীগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। লিপি আক্তার ও তার স্বামীসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। এর সাথে অন্য কারো সম্পৃক্ততা থাকলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে। থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’


আরো সংবাদ



premium cement
টিকিট সিন্ডিকেট ভাঙার খবরে স্বস্তি বাংলাদেশে আদানিকে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহের আহ্বান আবরার হত্যা মামলায় হাইকোর্টে তৃতীয় দিনের শুনানি সাবেক মেয়র আতিকসহ ৬ জনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ বাংলাদেশ-ভিয়েতনাম সরাসরি বিমান চলাচল নিয়ে আলোচনা রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য নিহত মানিকগঞ্জে থানায় দায়িত্বরত অবস্থায় পুলিশ সদস্যের মৃত্যু সোনারগাঁওয়ে ধরা পড়ল ৮ মণ ওজনের শাপলাপাতা মাছ তরুণদের হাত ধরেই বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হবে : যুব ও ক্রীড়া উপদেষ্টা সাড়ে ১৬ হাজার গায়েবি মামলা প্রত্যাহার হচ্ছে : আইন উপদেষ্টা তৌহিদী জনতাকে হুমকি নয়, সতর্ক করেছি : উপদেষ্টা মাহফুজ

সকল