আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে : ভিপি নূর
- কিশোরগঞ্জ প্রতিনিধি ও পাকুন্দিয়া সংবাদদাতা
- ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৫৯
![](https://www.dailynayadiganta.com/resources/img/article/202502/19690844_133.jpg)
গণ-অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূর বলেছেন, কারো বাড়িতে আগুন দেয়া আমরা সমর্থন করি না, তবে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে হবে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌর সদর ঈদগাহে উপজেলা গণ অধিকার পরিষদ আয়োজিত গণ-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নূর বলেন, আওয়ামী লীগের মতো একটি ফ্যাসিস্ট রাজনৈতিক দল গণহত্যাকারী খুনির দল এদেরকে যদি বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করা না হয় আগামির বাংলাদেশে এমনই আরো ফ্যাসিস্ট তৈরি হবে। খুনি স্বৈরাচার তৈরি হবে। কাজেই আমরা বারবার ছাত্র-জনতার রক্তে, শহিদদের রক্তে রাজপথ রঞ্জিত হতে দেখতে চাই না। আমরা চাই এই ফ্যাসিবাদ ব্যবস্থার চিরতরে বিলোপ ঘটুক। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে নিষিদ্ধ হোক।
তিনি বলেন, যারা আওয়ামী লীগের সাধারণ কর্মী-সমর্থক নিরীহ নেতাকর্মী তারা প্রয়োজনে নতুন নামে নতুনভাবে রাজনীতি করবে। কিন্তু ডাকাত, খুনি, সন্ত্রাসী আওয়ামী লীগের নামে এই দেশে রাজনীতি করার কোনো জায়গা নেই।
তিনি আরো বলেন, দুর্বৃত্তদেরকে ধরার জন্য স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে যৌথ বাহিনীর পরিচালনায় যে ‘অপারেশন ডেভিল হান্ট’ ঘোষণা দেয়া হয়েছে, আমরা এই অভিযানকে স্বাগত জানাই। দেশে অবস্থানরত আওয়ামী দুর্বৃত্তদেরকে নিশ্চিহ্ন করে দেয়ার জন্য সামরিক বাহিনী পুলিশ, র্যাব আইনশৃঙ্খলা বাহিনী ছাত্র-জনতা নাগরিক যৌথভাবে কাজ করবে। তবে নিরীহ একটা মানুষের সাথে অন্যায় করবেন না। কারো বাড়িতে আগুন জ্বালিয়ে দেয়া, কারো বিল্ডিং ভেঙে দেয়াকে আমরা সমর্থন করি না।
এতে সভাপতিত্বে করেন গণ অধিকার পরিষদ পাকুন্দিয়া উপজেলা শাখার আহবায়ক মো: শহীদুল ইসলাম শহিদুল।