ভাঙ্গায় দেশীয় অস্ত্র নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫
- ফরিদপুর প্রতিনিধি ও ভাঙ্গা সংবাদদাতা
- ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:২০
ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে আলমগীর মোল্যা (৪০) নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। খবর পেয়ে গ্রামবাসী দেশীয় অস্ত্র ঢাল-সড়কি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় আরো পাঁচজন আহত হয়েছেন। এ ছাড়াও এ সময় চারটি বসতবাড়ি, একটি মোটরসাইকেল ও একটি পিকআপ ভাঙচুর করা হয়।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে হামিরদী ইউনিয়নের মনসুরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, হামিরদী ইউনিয়ন পরিষদের বর্তমান সদস্য আলমগীর মোল্যা ও সাবেক ইউপি সদস্য বাবর আলী মাতুব্বরের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলে আসছে। গত ২৫ ডিসেম্বর তাদের দুই গ্রুপের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষ হয়। ওই ঘটনার জের ধরে শনিবার সকালে আলমগীর মোল্যা মোটরসাইকেল চালিয়ে ভাঙ্গা যাওয়ার পথে তার পথ গতিরোধ করে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এ খবর ছড়িয়ে পড়লে দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষের লোকেরা ঢাল-সড়কি, কাতরাসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। গুরুতর আহত ইউপি সদস্য আলমগীর মোল্লাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে থানা পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোকছেদুর রহমান বলেন, পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের মধ্যে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা