০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ মাঘ ১৪৩১, ৮ শাবান ১৪৪৬
`

জাতীয় বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক

জাতীয় বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক (গড়ট) স্বাক্ষরিত হয়েছে। - ছবি : নয়া দিগন্ত

জাতীয় বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক (গড়ট) স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির অফিস সম্মেলন কক্ষে এ স্মারক স্বাক্ষরিত হয়।

সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভিসি প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভিসি প্রফেসর ড. আব্দুল হান্নান।

সমঝোতা স্মারকে দেশের খ্যাতনামা এ দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা, গবেষণা ও নানাবিধ শিক্ষা কার্যক্রম সংক্রান্ত ভবিষ্যত সহযোগিতার বিষয় উল্লেখ করা হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি প্রফেসর ড. নূরুল ইসলাম, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. জাকারিয়া, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল ডিন, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক এবং বিভাগীয় প্রধানরা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল ডেস্কের অধীনে এ সমঝোতা স্মারক সম্পাদিত হয়েছে।


আরো সংবাদ



premium cement