সিংগাইর থানার ফেসবুক আইডিতে শেখ হাসিনার বক্তব্য শেয়ার, দুঃখ প্রকাশ
- সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা
- ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২৯
মানিকগঞ্জের সিংগাইর থানার অফিসিয়াল ফেসবুক আইডির স্টোরিতে শেখ হাসিনার ভিডিও বার্তার বক্তব্য শেয়ার করা হয়েছে। এ নিয়ে মুহূর্তের মধ্যে তোলপাড় শুরু হলে ঠিক ৩৫ মিনিট পর বক্তব্যটি আইডি থেকে ডিলিট করে দেয়া হয়।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ১৪ মিনিটে (singair ps) নামের থানার ফেসবুক আইডিতে ভিডিওটি স্টোরি আকারে শেয়ার করা হয়। এরপর ১২টা ৪৯ মিনিটে ভিডিওটি ওই আইডি থেকে ডিলিট করা হয়।
এদিকে, শেয়ারের পর থেকেই বিভিন্নজন নেতিবাচক মন্তব্য করতে শুরু করেন। পরে থানা পুলিশের নজরে এলে ঘণ্টা দুয়েক পর সিংগাইর থানার ফেসবুক আইডি থেকে এক স্ট্যাটাসের মাধ্যমে জানানো হয় ‘স্টোরিতে শেখ হাসিনার ভিডিও বক্তব্য দৃশ্যমান হয়’ যা সিংগাইর থানার ফেসবুক আইডি থেকে সরকারি কোনো পোস্ট নয়। আমরা ধারণা করছি, কোনো হ্যাকার-এর মাধ্যমে বা প্রযুক্তিগত ত্রুটি-বিচ্যুতির কারণে হয়েছে। যা অনাকাঙ্ক্ষিত ও অনিচ্ছাকৃত। স্টোরির উক্ত বক্তব্য দৃষ্টিগোচর হওয়ার সাথে সাথে পোস্টটি ডিলিট-এর ব্যবস্থা করা হয়েছে। তথাপিও সিংগাইর থানা পুলিশ অত্যন্ত দুঃখ প্রকাশ করছে। এ বিষয়ে বিভ্রান্তি না ছড়ানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। ভবিষ্যতে যেন এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা আর না ঘটে সেই ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এ ব্যাপারে সিঙ্গাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, ‘আমি যোগদানের আগে থেকেই থানার ফেসবুক আইডিটি ওপেন করা। বক্তব্যটি মাত্র ১৫ সেকেন্ড স্টোরিতে ছিল। ওরকম কোনো প্রচার-প্রচারণা হয়নি। ব্যবস্থা নেয়ারও কিছু নেই। তবে কীভাবে কি হলো বিষয়টি আমরা খতিয়ে দেখছি।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা