০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪২৩১, ৬ শাবান ১৪৪৬
`

আশুলিয়ায় মেডলার অ্যাপারেলসের অর্ধশত শ্রমিক অসুস্থ

- ছবি : নয়া দিগন্ত

শিল্পাঞ্চল আশুলিয়ায় মেডলার অ্যাপারেলস লিমিটেড নামের একটি কারখানার অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নরসিংপুর এলাকার ওই কারখানায় মাথা ব্যথা, বমি ও অস্থিরতা নিয়ে প্রায় ৩০ জন নারী ও শিশু শ্রমিক হাসপাতলে ভর্তি হন। এর আগে, একই সমস্যা নিয়ে ১৮ জন শ্রমিক একই হাসপাতালে চিকিৎসা নেন।

শ্রমিকরা জানায়, শুক্রবার (৩১ জানুয়ারি) কারখানার আটতলায় মাজেদা নামের এক নারী শ্রমিক মারা যান। লাশটা দীর্ঘ সময় ওখানেই ছিল। প্রতিদিনের মতো শ্রমিকরা নিয়মিত কাজে যোগদান করে। বুধবার (৫ ফেব্রুয়ারি) হঠাৎ দুপুরের পর থেকে নারী শ্রমিকরা মাথা ঘুরে পড়ে যাচ্ছিল, কেউ কেউ আবার বমিও করছিলেন। কিন্তু বিষয়টি কর্তৃপক্ষ আমলে না নিয়ে কাজ করাতে থাকে। এরপর একের পর এক শ্রমিক অসুস্থ হতে থাকলে হাসপাতালে নিয়ে আসা হয়। এ পর্যন্ত অনেক শ্রমিক অসুস্থ হয়েছে বলেও জানায় তারা।

আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক হারুন-অর-রশিদ জানান, ‘গতকাল বুধবার দুপুর থেকেই ওই কারখানার শ্রমিকরা মাথা ব্যথা, বমি বমি ভাব ও অস্থিরতা নিয়ে হাসপাতালে আসতে থাকে। এদিন সব মিলিয়ে ১৮ জন রোগী আসেন এবং আজ এখন পর্যন্ত একই সমস্যা নিয়ে আরো ৩০ জন রোগী ভর্তি হয়েছে। তবে তাদের তেমন কোনো শারীরিক সমস্যা নেই, ধারণা করা হচ্ছে, এটা মূলত মানসিক সমস্যা থেকে হতে পারে।‘

এ ব্যাপারে মেডলার অ্যাপারেলস লিমিটেড কর্তৃপক্ষ কারো বক্তব্য পাওয়া যায়নি।


আরো সংবাদ



premium cement
কুষ্টিয়ার সাবেক এমপি সেলিম আলতাফ জর্জের অফিস ভাঙচুর ট্রাম্পের গাজা দখলের ঘোষণার তীব্র নিন্দা-প্রতিবাদ জামায়াতের আনিসুল হকের আস্থাভাজন তৌফিকার দেশত্যাগে নিষেধাজ্ঞা পাকিস্তানের যৌথ নৌ মহড়ায় অংশ নিচ্ছে ইরান গাজায় ইসরাইলি যুদ্ধাপরাধীর তদন্ত শুরু করেছে সুইস কর্তৃপক্ষ ফিলিস্তিনিদের নিয়ে ট্রাম্পের দেয়া প্রস্তাবে গভীর উদ্বেগ প্রকাশ জাতিসঙ্ঘ মহাসচিবের ছাত্র-জনতার রোষানলের দায় শেখ হাসিনাকেই বহন করতে হবে : খেলাফত মজলিস কুলাউড়ায় উপজাতীয়দের হাতে বাঙালি যুবক খুন : ৭ খাসিয়ার বিরুদ্ধে হত্যা মামলা শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্যের কারণে ৩২ নম্বরের বাড়ি ভাঙচুর ছিনতাই প্রতিরোধে ট্রাফিক সার্জেন্টদের দেয়া হচ্ছে ক্ষুদ্র অস্ত্র : ডিএমপি কমিশনার ছয় নতুন মুখ নিয়ে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দল ঘোষণা

সকল