০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪২৩১, ৬ শাবান ১৪৪৬
`

আশুলিয়ায় মেডলার অ্যাপারেলসের অর্ধশত শ্রমিক অসুস্থ

- ছবি : নয়া দিগন্ত

শিল্পাঞ্চল আশুলিয়ায় মেডলার অ্যাপারেলস লিমিটেড নামের একটি কারখানার অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নরসিংপুর এলাকার ওই কারখানায় মাথা ব্যথা, বমি ও অস্থিরতা নিয়ে প্রায় ৩০ জন নারী ও শিশু শ্রমিক হাসপাতলে ভর্তি হন। এর আগে, একই সমস্যা নিয়ে ১৮ জন শ্রমিক একই হাসপাতালে চিকিৎসা নেন।

শ্রমিকরা জানায়, শুক্রবার (৩১ জানুয়ারি) কারখানার আটতলায় মাজেদা নামের এক নারী শ্রমিক মারা যান। লাশটা দীর্ঘ সময় ওখানেই ছিল। প্রতিদিনের মতো শ্রমিকরা নিয়মিত কাজে যোগদান করে। বুধবার (৫ ফেব্রুয়ারি) হঠাৎ দুপুরের পর থেকে নারী শ্রমিকরা মাথা ঘুরে পড়ে যাচ্ছিল, কেউ কেউ আবার বমিও করছিলেন। কিন্তু বিষয়টি কর্তৃপক্ষ আমলে না নিয়ে কাজ করাতে থাকে। এরপর একের পর এক শ্রমিক অসুস্থ হতে থাকলে হাসপাতালে নিয়ে আসা হয়। এ পর্যন্ত অনেক শ্রমিক অসুস্থ হয়েছে বলেও জানায় তারা।

আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক হারুন-অর-রশিদ জানান, ‘গতকাল বুধবার দুপুর থেকেই ওই কারখানার শ্রমিকরা মাথা ব্যথা, বমি বমি ভাব ও অস্থিরতা নিয়ে হাসপাতালে আসতে থাকে। এদিন সব মিলিয়ে ১৮ জন রোগী আসেন এবং আজ এখন পর্যন্ত একই সমস্যা নিয়ে আরো ৩০ জন রোগী ভর্তি হয়েছে। তবে তাদের তেমন কোনো শারীরিক সমস্যা নেই, ধারণা করা হচ্ছে, এটা মূলত মানসিক সমস্যা থেকে হতে পারে।‘

এ ব্যাপারে মেডলার অ্যাপারেলস লিমিটেড কর্তৃপক্ষ কারো বক্তব্য পাওয়া যায়নি।


আরো সংবাদ



premium cement
আত্মহত্যা ঠেকাতে পরিবারের ভূমিকা অগ্রণী বিপিএলের প্রাইজমানি বাড়ালো বিসিবি হঠাৎ ফাইনাল ম্যাচের সূচিতে বদল আনলো বিসিবি ধামরাইয়ে পিকআপ চাপায় স্কুলছাত্র নিহত আ’লীগের আমলে ‘বঞ্চিত’ অবসরপ্রাপ্ত কর্মকর্তারা বকেয়া টাকা পাচ্ছেন শিগগিরই যশোরে শেখ মুজিবের সবচেয়ে বড় ম্যুরাল অপসারণের কাজ অব্যাহত আ’লীগের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাড়িতে বিক্ষুব্ধ জনতার আগুন টাঙ্গাইলে ট্রাকচাপায় মাদরাসাশিক্ষক নিহত পাবনায় আন্দোলনে সরাসরি গুলি করা সাঈদ চেয়ারম্যানের বাড়ি গুঁড়িয়ে দিচ্ছে ছাত্র-জনতা অভিনেত্রী শাওন গ্রেফতার দেশী-বিদেশী মিডিয়া নিয়ে আয়নাঘর পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা

সকল