গাজীপুরে ‘দ্বিতীয় স্বাধীনতায় শহীদ যারা’ স্মারকের মোড়ক উন্মোচন
- মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর
- ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৫১
বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে শহীদের স্মরণে প্রকাশিত স্মারক গ্রন্থ ‘দ্বিতীয় স্বাধীনতায় শহীদ যারা’-এর মোড়ক উন্মোচন করা হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে গাজীপুর মহানগর জমায়াত আয়োজিত গাজীপুর জেলা পরিষদ মিলনায়তনে এ মোড়ক উন্মোচন অনুষ্ঠান হয়। তথ্যপ্রযুক্তির সহয়তায় দেশের অন্তত দশটি স্থানে একইসাথে এই স্মারকের মোড়ক উন্মোচন করা হয়।
কেন্দ্রীয়ভাবে ঢাকা প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিুকর রহমান এবং গাজীপুরে উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও অঞ্চল পরিচালক অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও অঞ্চল পরিচালক অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ। তিনি শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে বলেন, শহীদদের রক্ত বৃথা যেতে পারে না। তাদের আদর্শ ও সংগ্রাম আমাদের জন্য প্রেরণার উৎস। একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা শহীদের অন্যতম আকাঙ্ক্ষা ছিল। আমরা যেন তা পূরণ করতে পারি । আগস্ট বিপ্লবের শহীদদের চেতনাকে আমাদের হৃদয়ে ধারণ করতে হবে।
উদ্বোধনী বক্তব্য দেন গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দীন। তিনি এ স্মারক গুরুত্ব তুলে ধরে বলেন, এই গ্রন্থ আগামী প্রজন্মের জন্য ইতিহাসের দর্পণ হিসেবে কাজ করবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা