০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪২৩১, ৬ শাবান ১৪৪৬
`

গাজীপুরে ‘দ্বিতীয় স্বাধীনতায় শহীদ যারা’ স্মারকের মোড়ক উন্মোচন

গাজীপুর মহানগরে ‘দ্বিতীয় স্বাধীনতায় শহীদ যারা’ স্মারকের মোড়ক উন্মোচন করা হয়। - ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে শহীদের স্মরণে প্রকাশিত স্মারক গ্রন্থ ‘দ্বিতীয় স্বাধীনতায় শহীদ যারা’-এর মোড়ক উন্মোচন করা হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে গাজীপুর মহানগর জমায়াত আয়োজিত গাজীপুর জেলা পরিষদ মিলনায়তনে এ মোড়ক উন্মোচন অনুষ্ঠান হয়। তথ্যপ্রযুক্তির সহয়তায় দেশের অন্তত দশটি স্থানে একইসাথে এই স্মারকের মোড়ক উন্মোচন করা হয়।

কেন্দ্রীয়ভাবে ঢাকা প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিুকর রহমান এবং গাজীপুরে উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও অঞ্চল পরিচালক অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও অঞ্চল পরিচালক অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ। তিনি শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে বলেন, শহীদদের রক্ত বৃথা যেতে পারে না। তাদের আদর্শ ও সংগ্রাম আমাদের জন্য প্রেরণার উৎস। একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা শহীদের অন্যতম আকাঙ্ক্ষা ছিল। আমরা যেন তা পূরণ করতে পারি । আগস্ট বিপ্লবের শহীদদের চেতনাকে আমাদের হৃদয়ে ধারণ করতে হবে।

উদ্বোধনী বক্তব্য দেন গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দীন। তিনি এ স্মারক গুরুত্ব তুলে ধরে বলেন, এই গ্রন্থ আগামী প্রজন্মের জন্য ইতিহাসের দর্পণ হিসেবে কাজ করবে।


আরো সংবাদ



premium cement
ক্রেন দিয়ে ভাঙা হচ্ছে শেখ মুজিবের বাড়ি সড়ক দুর্ঘটনায় দাদি নিহত, আহত নাতি খুনের বিচার না হলে খুনের সংস্কৃতি চলতেই থাকবে : জামায়াত আমির ইজতেমায় হাজারো লোকের ফ্রি চিকিৎসা দিলো হাফেজ্জী চ্যারিটেবল রোকেয়া বিশ্ববিদ্যালয় ও কারমাইকেল কলেজের ফ্যাসিবাদের সব চিহ্ন মুছে দিলো শিক্ষার্থীরা ভোটার নিবন্ধনে অস্ট্রেলিয়া-কানাডায় যাচ্ছে ইসি পাবিপ্রবিতে শেখ মুজিব ও শেখ হাসিনা হলের নামফলক ভেঙ্গে দিলেন শিক্ষার্থীরা রাবিতে মুজিব পরিবারের নামফলক ভেঙে ফেললেন শিক্ষার্থীরা সিলেটে শেখ মুজিবের ম্যুরাল বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিলো ছাত্র-জনতা হানিফের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিলো ছাত্র-জনতা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো খুলনার শেখ বাড়ি

সকল