০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪২৩১, ৬ শাবান ১৪৪৬
`
দুর্নীতির সাথে কোনো আপোষ করা যাবে না

রাজনীতিতে ফের সক্রিয় সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজান সিনহা

মিজানুর রহমান সিনহা। - ছবি : সংগৃহীত।

নতুন করে মুন্সীগঞ্জ জেলা বিএনপির দায়িত্বে আসায় রাজনীতিতে ফের সক্রিয় হয়ে উঠেছেন সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা মিজানুর রহমান সিনহা। অন্তবর্তীকালীন সরকারের চলমান সংস্কার প্রক্রিয়ার মধ্যেই আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন করে জেলা বিএনপির আহবায়ক (আংশিক) কমিটিতে আহবায়ক মনোনীত হওয়ায় বেশ জোড়ালোভাবেই মাঠে রয়েছেন তিনি।

এ দিকে দায়িত্ব পাওয়ার পরদিনই কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী মুন্সীগঞ্জ জেলা বিএনপির নতুন আহবায়ক (আংশিক) কমিটির সদস্যদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানিয়ে মরহুম নেতার আত্মার মাগফিরাত কামনা করে মুনাজাত করেন। এ সময় জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নতুন এ কমিটিকে স্বাগত জানিয়ে জেলার ছয়টি উপজেলায় স্থানীয় বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরও মাঝে ব্যাপক আনন্দ-উচ্ছাস বিরাজ করছে।

নতুন করে জেলা বিএনপির দায়িত্বে আসায় এক প্রতিক্রিয়ায় মঙ্গলবার সন্ধ্যায় মিজানুর রহমান সিনহা নয়া দিগন্তকে জানান, দলীয় সিদ্ধান্তে সবেমাত্র নতুন দায়িত্ব পেয়েছি। পর্যায়ক্রমে আমি সবার সাথে সুসম্পর্ক ও ঐক্য রেখেই রাজনীতিতে সক্রিয় থেকে কাজ করতে চাই। এলাকাবাসী সবার দোয়া ও সহযোগীতা পেলে বিগত দিনের মতো সামনের নির্বাচনেও এ জেলায় বিএনপি যেনো সবগুলো আসনে জয়লাভ করতে পারে সে ব্যাপারে আমার আপ্রাণ চেষ্টা থাকবে। তবে দুর্নীতির সাথে কোনো আপোষ করা যাবে না, এটাই আমার সবচেয়ে বড় বার্তা। একইসাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যদি আমাকে মনোনয়ন দেন, তাহলে আল্লাহ চাইলে অরেকটি নির্বাচনে অংশ নেয়ার আগ্রহ প্রকাশ করেন তিনি।

গত ২ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাত সদস্যের নতুন আহবায়ক (আংশিক) কমিটি ঘোষণা করা হয়। এতে মুন্সীগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহাকে আহবায়ক এবং সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের ছোট ভাই মহিউদ্দিন আহমেদকে সদস্য সচিব করা হয়। নতুন এ কমিটির অন্য সদস্যরা হলেন- সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মো.আব্দুল্লাহ, শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম মৃধা, কেন্দ্রীয় যুবদলের সাবেক নেতা আব্দুল বাতেন শামীম, গজারিয়া উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ ও টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিরুল হোসেন দোলন।

বিএনপি নেতা মিজানুর রহমান সিনহা মুন্সীগঞ্জ-২ আসন থেকে ১৯৯৬ ও ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচিত হন। পরে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বি করে পরাজিত হন।


আরো সংবাদ



premium cement