০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪২৩১, ৬ শাবান ১৪৪৬
`

সিংগাইরের সাবেক উপজেলা চেয়ারম্যান অস্ত্রসহ গ্রেফতার

গ্রেফতার হওয়া মুশফিকুর রহমান খান হান্নান - ছবি : নয়া দিগন্ত

মানিকগঞ্জের সিংগাইর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা মুশফিকুর রহমান খান হান্নানকে (৬৩) আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) মিরপুর বিভাগের পল্লবী জোনাল টিম।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া সেল) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

এর আগে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে ধানমন্ডির ২৮ নম্বর রোডের একটি বাসায় অভিযান চালিয়ে হান্নানকে গ্রেফতার করা হয়।

আটক হান্নান সিংগাইর পৌর এলাকার ঘোনাপাড়া মহল্লার ঠাণ্ডু মিয়ার ছেলে বলে জানা গেছে।

এ সময় হান্নানকে আটকের পর তার অফিসে অভিযান চালিয়ে একটি রিভলভার, একটি শর্টগান, ৯৫ রাউন্ড গুলি, ৮০ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, ‘হান্নানকে আটকের পর তার দেয়া তথ্যের ভিত্তিতে ঢাকার বাংলামটর প্লেনার্স টাওয়ারের ১৪ তলায় তার অফিস থেকে ব্রাজিলের তৈরি একটি অত্যাধুনিক এনপিবি রিভলভার ২২ বোরের ৯৫ রাউন্ড গুলি, ইতালির তৈরি ১২ বোরের একটি শর্টগান, ৮০ রাউন্ড কার্তুজ, শর্টগানের একটি অতিরিক্ত বাট এবং রিভলভার ও শর্টগানের দু’টি লাইসেন্স উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, গ্রেফতারের পর তার বিরুদ্ধে শাহবাগ থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা করা হয়েছে।

গ্রেফতার হান্নানের পরিবারের অভিযোগ, ‘অস্ত্র উদ্ধারের ঘটনা সাজানো। ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলা দিয়ে তাকে ফাঁসানো হয়েছে।’

সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, ‘উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নানের আটকের বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই বলে জানান তিনি।’

উল্লেখ্য, সিংগাইরের গোবিন্দল গ্রামে ২০১৩ সালের ২৪ ফেব্রুয়ারি আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী এবং পুলিশ ও স্থানীয় গ্রামবাসী সাথে সংঘর্ষে ওই গ্রামের চারজন নিহতের ঘটনায় আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে থাকা নেতা-কর্মীদের বিরুদ্ধে চারটি মামলা হয়। এর মধ্যে গ্রেফতার হান্নান থানায় করা একটি মামলা ও আদালতে দায়ের করা পৃথক আরেকটি মামলার আসামি বলে জানা গেছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে মানিকগঞ্জ-২ আসন থেকে নির্বাচন করে পরাজিত হন। তার আগে আওয়ামী লীগের শাসনামলে দু’বার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।


আরো সংবাদ



premium cement
ভোটার নিবন্ধনে অস্ট্রেলিয়া-কানাডায় যাচ্ছে ইসি পাবিপ্রবিতে শেখ মুজিব ও শেখ হাসিনা হলের নামফলক ভেঙ্গে দিলেন শিক্ষার্থীরা রাবিতে মুজিব পরিবারের নামফলক ভেঙে ফেললেন শিক্ষার্থীরা সিলেটে শেখ মুজিবের ম্যুরাল বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিলো ছাত্র-জনতা হানিফের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিলো ছাত্র-জনতা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো খুলনার শেখ বাড়ি একটি জাতিকে উন্নত করতে জ্ঞানচর্চার বিকল্প নেই : ডুয়েট ভিসি প্রাইভেটকার দুর্ঘটনায় সারজিস আলম আহত ‘ফেনী সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছে’ চার প্রদেশ, নতুন বিভাগ, ডিসি-ইউএনও পদবি পরিবর্তনসহ সংস্কারে যত প্রস্তাব ভারত কাশ্মির দখল করে রেখেছে

সকল