মুকসুদপুর এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
- মুকসুদপুর, (গোপালগঞ্জ) প্রতিনিধি
- ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৫৫
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় এনায়েত খান (১৭) নামে এক এসএসসি পরিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে মুকসুদপুর থানা পুলিশ।
আজ বুধবার সকালে উপজেলার বাটিকামারী ইউনিয়নের বাহাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এনায়েত খান ওই গ্রামের ইসরাইল খানের ছেলে।
সূত্রে জানা গেছে, এনায়েত খান প্রতিদিনের মতো রাতে একা ঘরে ঘুমাতে যায়। সকালে ঘুম থেকে উঠতে দেরি হলে, পরিবারের লোকজন ডাকলে কোনো সাড়া না দেয়ায় দরজা ভেঙে গলায় গামছা দিয়ে ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয়। পরবর্তীতে মুকসুদপুর থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
মুকসুদপুর থানার সাব-ইন্সপেক্টর (এসআই) শুকান্ত বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’