কোটালীপাড়ায় কবর থেকে লাশ চুরি
- কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা
- ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৪১
![](https://www.dailynayadiganta.com/resources/img/article/202502/19690053_164.jpg)
গোপালগঞ্জের কোটালীপাড়ায় একটি কবরস্থান থেকে তিনটি লাশ চুরির ঘটনা ঘটেছে। এতে গ্ৰামবাসীর মধ্যে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রয়ারি) দিবাগত রাতে কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের চিত্রপাড়া কবরস্থানে এ ঘটনা ঘটে।
এলাকাবাসীর সূত্রে ও সরেজমিনে গিয়ে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে ছয়টি কবর খুঁড়ে অন্তত তিনটি কবরের কঙ্কাল চুরি হয়। এদের মধ্যে লিয়াকত মেম্বারের বাবা ইয়াকুব আলী মাস্টার, বাইজিদ শেখের বাবা রোকন উদ্দিন শেখ, চান্দু শেখের বাবা হামিদ আলী শেখ, সাকাত মিয়ার বাবা লেহাজ উদ্দিন মিয়া, শাহজালাল মিয়ার বাবা সরওয়ার মিয়াসহ মোট ছয়জনের কবর খুঁড়ে এদের মধ্য থেকে লিয়াকত মেম্বার, বাইজিদ শেখ ও চান্দু মিয়ার লাশ উঠিয়ে নিয়ে যায় চোরচক্র। বাকিদের কবর খুরলেও তিনটি লাশ নিতে সক্ষম হয়নি।
এ ঘটনায় সন্দেহভাজন নজরুল শিকদার (২৬) ও অনুপ বাকচীকে (২৫) আটক করে কোটালীপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয়রা।
লিয়াকত মেম্বারের মেয়ে সালমা বেগম বলেন, এ ঘটনায় আমরা দুঃখিত, মর্মাহত ও হতাশ। এতদিন আমার বাবার কবরের পাশে এসে একটু দোয়া করতে পারতাম। আজকে আমার বাবার কবরের লাশটিও চুরি হয়ে গেল। আমার আর কিছু বলার নেই।
মরহুম চান মিয়ার মেয়ে হাওয়া বেগম বলছিলেন, এটা কী শুরু হলো, কবরের লাশও যদি সুরক্ষিত না থাকে তাহলে আমরা আর কী নিয়ে ভরসা করতে পারি।
উপজেলার বাগান উত্তরপাড় জামে মসজিদের ইমাম মুফতি ফরিদ উদ্দিন আমিনী বলেন, এটি অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে সন্দেহজন দু’জনকে ধরে থানায় হস্তান্তর করেছে স্থানীয়রা। এ ঘটনায় আটকদের সংশ্লিষ্টতা থাকলে ব্যবস্থা নেয়া হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা