০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১, ৫ শাবান ১৪৪৬
`

স্ত্রীর পরকিয়া প্রেমিককে মাটিতে পুঁতে হত্যাচেষ্টা

- ছবি : নয়া দিগন্ত

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ইটভাটা শ্রমিক ফরহাদ মণ্ডল তার স্ত্রীর পরকিয়া প্রেমিক আলম শেখ (৪৫) না‌মে এক ব্যবসায়ী‌কে ডে‌কে এনে হাত-পা বেঁধে মা‌টিতে পুঁতে হত্যাচেষ্টার সময় চারজনকে হাতেনাতে ধরে গণপিটুনি দি‌য়ে পু‌লি‌শে হস্তান্তর ক‌রে‌ছে এলাকাবাসী।

আজ বুধবার বালিয়াকান্দি থানার ওসি জামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের ভীমনগর গ্রামে এ ঘটনা ঘটে।

আলম শেখ ময়মন‌সিংহ জেলার পাগলা থানার মাজবাড়ী এলাকার সে‌লিম শে‌খের ছেলে।

আটক ব্যক্তিরা হ‌লেন, ঠাকুরগাঁও জেলার সদর থানার হ‌রেন রা‌য়ের ছে‌লে সবুজ রায় (২২), একই জেলার ইয়াকুবপু‌রের মরহুম মাহফুজ আলী শে‌খের ছে‌লে হিরা শেখ (২৮), আশরাফুল আলী শে‌খের ছে‌লে আবু বক্কর সি‌দ্দিক (১৮) ও রাজবাড়ী সদ‌রের ধুন‌চি এলাকার আনু মণ্ডলের ছে‌লে ফরহাদ মণ্ডল (৩৮)। এরা সবাই ইটভাটার শ্রমিক বলে জানা গেছে।

সূত্রে জানা গেছে, ইটভাটার শ্রমিক ফরহাদ মণ্ডলের স্ত্রীর সাথে মোবাইলে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে গোশত ব‌্যবসায়ী আলমের। তারই জের ধরে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) স্ত্রীর মাধ্যমে প্রলোভন দে‌খিয়ে আল‌মকে বালিয়াকান্দির ভীমনগর গ্রামে ডেকে আনেন ফরহাদ। রাত ৮টার দিকে ফরহাদসহ চারজন আলমকে ওই গ্রামের এক‌টি প‌রিত‌্যক্ত ইটভাটায় নিয়ে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেন। এরপর তাকে শারীরিক নির্যাতন করে জী‌বিত অবস্থায় মা‌টিতে পুঁতে হত‌্যার চেষ্টা করেন। এ সময় আলমের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন এবং চার যুবককে ধরে গণ‌পিটুনি দেন।

হত্যাচেষ্টার অভিযোগ অস্বীকার ক‌রে ফরহাদ মণ্ডল বলেন, ‘ওর বাসার কা‌ছে আমার বাসা ছিল। সে আমার স্ত্রীর সাথে ফো‌নে কথা ব‌লে এবং তা‌কে পছন্দ করে। এমন‌কি বি‌য়ে কর‌তে চায়। নি‌ষেধ করায় এর আগে পোলাপান নি‌য়ে মার‌ধোর ক‌রে টাকা নি‌য়েছে। অনেকেই বিষয়‌টি জা‌নেন। ওই টাকা দীর্ঘদিন ধ‌রে চাচ্ছিলাম। সেই টাকার অজুহাতে আলম আমার বৌয়ের সাথে দেখা করতে আসে।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, ‘টঙ্গী চেরাগআলীর ব্যবসায়ী আলম শেখ রাজবাড়ী সদ‌রের ইটভাটা শ্রমিক ফরহাদ মণ্ডলের কা‌ছে কিছু টাকা পা‌বে। তা নি‌তে আসার পর বা‌লিয়াকা‌ন্দির জামালপুর থেকে ফরহা‌দের স্ত্রী তা‌কে রি‌সিভ ক‌রে ভীমনগর নি‌য়ে আসে। আর এদি‌কে ফরহাদসহ ইটের ভাটায় কাজ করা বেশ কয়েকজন ভীমনগরে অবস্থান কর‌ছি‌ল। যখন ওই ব্যবসায়ী আসেন, তখন তা‌কে এক‌টি পরিত্যক্ত ইটভাটায় নি‌য়ে হাত-পা বেঁধে মা‌টি চাপা দি‌য়ে হত্যার চেষ্টা ক‌রে অভিযুক্তরা। এ সময় তার চিৎকা‌রে স্থানীয়রা এগি‌য়ে এসে চারজন‌কে আটক করে গণ‌পিটুনি দেয় এবং ওই ব্যবসায়ীকে আহত অবস্থায় উদ্ধার ক‌রে বা‌লিয়াকা‌ন্দি উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লেক্সে পাঠায়। এ সময় আরো ক‌য়েকজন হামলাকারী পা‌লি‌য়ে‌ যায়।

ওসি বলেন, খবর পে‌য়ে দ্রুত ঘটনাস্থ‌লে পৌঁছে জনগ‌ণের কাছ থে‌কে চারজন‌কে উদ্ধার ক‌রে পুলিশি হেফাজ‌তে নেয়ার পাশাপা‌শি পরবর্তী আইনি কার্যক্রম গ্রহণ করি। থানায় মামলা হয়েছে।


আরো সংবাদ



premium cement
শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসনের দায়িত্ব সরকারকে নিতে হবে : ডা. তাহের শিক্ষার সাথে নৈতিকতার সংযোগ না ঘটলে মানুষ হওয়া যায় না : ধর্ম উপদেষ্টা দেশকে ৪ প্রদেশে ভাগ করার সুপারিশ ফ্যাসিবাদের পতন হওয়ায় স্বাধীনভাবে কথা বলতে পারছি : উপদেষ্টা ফরিদা সেনাবাহিনী প্রধানের সাথে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফের সাক্ষাৎ ঘিওরে মাদরাসা শিক্ষিকার গলাকাটা লাশ উদ্ধার গোপালগঞ্জে পরিবারের আপত্তিতে শহীদ আরাফাতের লাশ উত্তোলন করা হয়নি শতাধিক অবৈধ অভিবাসীকে ভারতে পৌঁছে দিলো মার্কিন উড়োজাহাজ সাবেক এমপি ফজলে করিমকে ১৬ ফেব্রুয়ারি ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ শাহজাদপুরে নৌকা ডুবি, নিখোঁজ ১ সুদমুক্ত ঋণে গাড়ি কেনার সুবিধা বাতিলের সুপারিশ

সকল