বুধবার আখেরি মোনাজাতে শেষ হবে প্রথম পর্বের ইজতেমা
শর্তসাপেক্ষে সাদপন্থীদের ইজতেমা ১৪ ফেব্রুয়ারি- মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর
- ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৪২
আখেরি মোনাজাতের মাধ্যমে বুধবার শেষ হচ্ছে তাবলিগ জামায়াতের প্রথম পর্বের দু’দফার ছয় দিনব্যাপী বিশ্ব ইজতেমা। আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শর্তসাপেক্ষে শুরু হবে দ্বিতীয় পর্বের সাদপন্থীদের ইজতেমা।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের দ্বিতীয় দিন বিভিন্ন ধর্মীয় আলোচনা ও আমবয়ান শুনছেন ময়দানের মুসল্লিরা। ইজতেমার মূল ময়দানে নির্ধারিত খিত্তায় দেশ-বিদেশের তাবলিগ অনুসারীরা অবস্থান নিয়ে দাওয়াতি বিষয়গুলোর আলোচনা শুনছেন।
এদিন পাকিস্তানের মাওলানা উবায়দুল্লাহ খুরশিদের বাদ ফজর বয়ান এবং ভারতের মাওলানা জামাল সাহেবের তালিম করেন। সকাল পৌনে ১০টার দিকে ভারতের মাওলানা ইব্রাহীম দেওলা ওলামায়ে কেরামের সাথে আলোচনা করেন। এরপর পাকিস্তানের মাওলানা ফরিদ মাদরাসার ছাত্রদের সাথে মতবিনিময় করেন।
এবারের দ্বিতীয় ধাপের ইজতেমায় ২২টি জেলার হাজার হাজার মুসল্লি অংশ নিয়েছেন, যারা ৪০টি খিত্তায় ভাগ হয়ে ধর্মীয় দিকনির্দেশনা গ্রহণ করছেন। ইজতেমার মাধ্যমে মানুষে মানুষে ভ্রাতৃত্ববোধ আরো দৃঢ় হচ্ছে বলে মত প্রকাশ করেছেন দেশী-বিদেশী মুসল্লিরা।
বুধবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। এ উপলক্ষ্যে মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে রেলওয়ে বিভাগ ১১টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে। বনলতা, কক্সবাজার এক্সপ্রেস, সুবর্ণলতা, পর্যটক এক্সপ্রেস ও সোনার বাংলা ছাড়া অন্য ট্রেন টঙ্গি স্টেশনে যাত্রাবিরতি করবে।
বিশ্ব ইজতেমায় যৌতুকমুক্ত ২৩ বিয়ে অনুষ্ঠিত
টঙ্গীতে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপে মঙ্গলবার বাদ আসর ২৩টি যৌতুক বিহীন বিবাহ সম্পন্ন হয়েছে। ইজতেমার বয়ানের মিম্বারে বর ও কনের অভিভাবকদের উপস্থিতিতে বিবাহ পড়িয়েছেন। এর আগে বিবাহে কনের এজিন (সম্মতি) নিয়ে মিম্বারে এসে অবস্থান নেন অভিভাবকরা। বিবাহ সম্পূর্ণ হওয়ার পরে নব দম্পতির জন্য দোয়া করা হয়।
এক মুসল্লির মৃত্যু
এদিকে বিশ্ব ইজতেমার এই পর্বে এক মুসল্লির মৃত্যু হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইজতেমা ময়দানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন নরসিংদীর মাধবদী থানার রংপুর গ্রামের সাইফুল ইসলাম (৪৮)। পরে তাকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মস্তিষ্কের রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন ইজতেমার গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। সোমবার এশার নামাজের পর ইজতেমা ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হয়।
নিরাপত্তা ব্যবস্থা জোরদার
আখেরি মোনাজাতকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ইজতেমা ময়দানের দু’কিলোমিটারের মধ্যে অনুমতি ছাড়া ড্রোন উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া, যান চলাচল নিয়ন্ত্রণের জন্য ভোর থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস থেকে আব্দুল্লাহপুর এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইপাইল থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত যানবাহন চলাচল নিয়ন্ত্রিত থাকবে।
বিশ্ব ইজতেমায় ড্রোন উড়ানো নিষিদ্ধ
বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) ইজতেমা ময়দান ও আশপাশের দু’কিলোমিটারের মধ্যে ড্রোন ও ড্রোন ক্যামেরা ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে। গত রোববার জিএমপি কমিশনার ড. নাজমুল করিম খান এক গণবিজ্ঞপ্তিতে জানান, ২ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত সিটিএসবির অনুমতি ছাড়া কোনো ড্রোন বা ইলেকট্রনিক ডিভাইস উড়ানো যাবে না। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনিব্যবস্থা নেয়া হবে। এ ছাড়া সরকারি সংস্থাগুলোকে ইজতেমা ময়দানে ড্রোন ব্যবহারের তথ্য আগেই পুলিশকে জানানোর অনুরোধ করা হয়েছে।
শেষ মুহূর্তে শর্তসাপেক্ষে অনুমতি পেলেন সাদপন্থীরা
এবার শর্তের বেড়াজালে পড়েছে সাদপন্থীদের বিশ্ব ইজতেমা। আগামী ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত টঙ্গীতে তাদের ইজতেমা আয়োজনের অনুমতি দেয়া হয়েছে, তবে তা শর্তসাপেক্ষে। শর্ত মানলে এটাই হবে টঙ্গীর ময়দানে সাদপন্থীদের শেষ ইজতেমা, আর শর্ত অমান্য করলে ইজতেমা আয়োজন নিয়েই অনিশ্চয়তা দেখা দিতে পারে।
সাদপন্থী মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম জানান, ‘১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা টঙ্গীর ময়দানেই হবে। তবে যে শর্ত দেয়া হয়েছে তা মানা হবে কি না, সেটি আমাদের মুরুব্বিরা সিদ্ধান্ত নেবেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়। ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত তবলিগ জামাতের শুরায়ি নেজামের (মাওলানা জুবায়ের অনুসারী) ইজতেমা অনুষ্ঠিত হবে। ৬ ফেব্রুয়ারি মাগরিবের পর তারা ইজতেমার মাঠ প্রশাসনের কাছে হস্তান্তর করবেন। ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি সাদপন্থীরা ইজতেমার দ্বিতীয় পর্ব আয়োজন করবেন। ১৮ ফেব্রুয়ারি মাগরিবের পর সাদপন্থীরা মাঠ প্রশাসনের কাছে ফেরত দেবেন। ২০ ফেব্রুয়ারি টঙ্গীর ইজতেমা ময়দান পুনরায় শুরায়ি নেজামের কাছে হস্তান্তর করা হবে।
সাদপন্থীদের জন্য টঙ্গীতে শেষ ইজতেমা? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শর্ত অনুযায়ী, সাদ অনুসারীরা আগামী বছর থেকে টঙ্গীতে ইজতেমা ও তাবলিগি কার্যক্রম চালাতে পারবেন না। শুধুমাত্র এই বছর ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত ইজতেমার অনুমতি দেয়া হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার ড. মোহাম্মদ নাজমুল করিম খান জানিয়েছেন, ৮ ফেব্রুয়ারি শনিবার তুরাগ তীরে বিশ্ব ইজতেমার মাঠ সাদ অনুসারীদের কাছে বুঝিয়ে দেয়া হবে।
এদিকে বুধবার সকালে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে লাখো মুসল্লির অংশগ্রহণ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।