০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২১ মাঘ ১৪৩১, ৪ শাবান ১৪৪৬
`

গোপালগঞ্জে পুলিশের উপর হামলায় ১০৫ জনের নামে মামলা

- ছবি : নয়া দিগন্ত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় স্থানীয় ব্যবসায়ীকে আওয়ামী লীগের লিফলেট রাখার অভিযোগে আটক করতে গিয়ে পুলিশের উপর হামলার ঘটনায় মামলা করা হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে টুঙ্গিপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) রাব্বী মোরছালিন টুঙ্গিপাড়া থানায় এ মামলা করেন। এ ঘটনায় ১০৫ জনের নাম উল্লেখসহ ও ৩৫০ থেকে ৪০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

মামলার বিবরণীতে জানা যায়, রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় টুঙ্গিপাড়া পৌরসভার খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনে আওয়ামী লীগের সমর্থনে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পক্ষে স্থানীয় কয়েকজন লিফলেট বিতরণ করে এবং মুদিব্যবসায়ী সাফায়েত গাজীর কাছে বিতরণের জন্য কিছু লিফলেট রাখে। বিষয়টি জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যবসায়ীর সাথে এ বিষয়ে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। পরে সে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়।

ওই ব্যবসায়ীর বড় ভাই বিষয়টি জানতে পেরে মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসীকে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে হামলা করার ডাক দেয়। একপর্যায়ে পুলিশ সদস্যদেরকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুর করে স্থানীয়রা।

এ সময় খবর পেয়ে থানার অফিসার ইনচার্জসহ (ওসি) পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এলে তারাও তোপের মুখে পড়ে হামলার শিকার হন। এ সময় আহত হয় টুঙ্গিপাড়া থানার (ওসি অপারেশন) খন্দকার আওরঙ্গজেবসহ ছয় পুলিশ সদস্য।

টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (ওসি) খোরশেদ আলম বলেন, ‘বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় ১০৫ জনের নাম উল্লেখসহ ৪০০ জনকে অজ্ঞাত আসামি করে থানায় মামলা করা হয়েছে।’


আরো সংবাদ



premium cement