০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১, ৩ শাবান ১৪৪৬
`

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

- ছবি - ইন্টারনেট

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুর জেলার শিবচরে সড়ক দুর্ঘটনায় বাচ্চু মিয়া (৩৭) ও মানিক (৩৯) নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (৩ ফেব্রুয়ারি) ভোর ৭টার দিকে উপজেলার কুতুবপুর মুন্সিবাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাচ্চু মিয়া ঢাকার পশ্চিম ভাসানটেক এলাকার মরহুম হাসেম খাঁর ছেলে এবং মানিক ঢাকার কাঁচপুর এলাকার আবদুল মান্নান বেপারীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর রাতে একটি পিকআপ নিয়ে ঢাকার দিকে রওয়ানা হন বাচ্চু ও মানিক। পিকআপটি মুন্সিবাজারে পৌঁছলে অজ্ঞাত একটি গাড়ি পেছন থেকে তাদের ধাক্কা দিলে পিকআপটি রাস্তার পাশে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই বাচ্চু মারা যান। খবর পেয়ে ভোর ৭টার দিকে শিবচর হাইওয়ে থানার পুলিশ তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে মানিক নামে আরো একজনের মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে রাতে তারা দক্ষিণ বঙ্গের টরকী এলাকা থেকে পিকআপ নিয়ে ঢাকায় ফিরছিলেন। কুয়াশার কারণে পেছন দিক থেকে একটি গাড়ি ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

শিবচর হাইওয়ে থানার উপ-সহকারী পরিদর্শক মিজানুর রহমান জানান, ভোরে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। এসময় একজনকে মৃত অবস্থায় উদ্ধার করি। আরেকজনকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ দু’টি শিবচর থানায় রয়েছে।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক মাইনুল ইসলাম মাহিন বলেন, ভোর ৭টার দিকে প্রথমে একজন রোগীকে আনা হয়। তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করি। ১ ঘণ্টা পরে আরেকজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।


আরো সংবাদ



premium cement
বাদ দেয়া হবে একুশে পদক প্রদানের গ্রুপ ফটোসেশন রীতি : ফারুকী চৌগাছায় স্কুলশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে আটক ১ বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ফের মাইন বিস্ফোরণে বাংলাদেশী আহত বরিশালে পৃথক দুর্ঘটনায় নিহত ৩ বরগুনায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় থানায় মামলা গোপালগঞ্জে পুলিশের উপর হামলায় ১০৫ জনের নামে মামলা রূপগঞ্জে আগুনে পুড়লো ৯ দোকান স্বৈরাচারের দোসরদের শাস্তির আওতায় আনতে পারেনি সরকার : টুকু দেশের মাটিতে প্রতিটি গণহত্যার বিচার করা হবে : জামায়াত আমির তিতুমীর কলেজ শিক্ষার্থীদের মহাখালী অবরোধ, ট্রেন চলাচল বন্ধ বিএফআইই’র সাবেক প্রধান মাসুদসহ ৩ জনের আয়কর নথি জব্দের আদেশ

সকল