আট ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু
- নয়া দিগন্ত অনলাইন
- ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৭
আট ঘণ্টা স্থগিত থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) জানিয়েছে, পদ্মা নদীর উপরিভাগ ঘন কুয়াশায় আবৃত থাকায় রোববার দিবাগত রাত ১২টার পর থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) নাসির মাহমুদ চৌধুরী জানান, রাত ১২টা ১৫ মিনিটে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ করা হয়। আজ সোমবার সকাল ৮টা ১০ মিনিটের পর পুরোদমে ফেরি চলাচল শুরু হয়।
উপ-মহাব্যবস্থাপক আরো জানান, ফেরি চলাচল বন্ধ থাকায় হাসনা হেনা, গোলাম মওলা, শাহ পরান, শাহ এনায়েতপুরী, শাহ কেরামত আলী, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরসহ সাতটি ফেরি পাটুরিয়া ঘাটে অপেক্ষা করছিল এবং বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, শহীদ বরকত, গৌরী, বনলতা, ভিগার ও কপোতিসহ ছয়টি ফেরি এসময় দৌলতদিয়া ঘাটে অপেক্ষায় ছিল।
এদিকে ঘন কুয়াশায় নদীর ওপরিভাগ ঢেকে যাওয়ায় আরিচা-কাজিরহাট রুটে প্রায় ৮ ঘণ্টা বন্ধ থাকার পর সকালে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে।
সূত্র : বাসস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা