০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১, ৩ শাবান ১৪৪৬
`

রূপগঞ্জে এলপিজি গ্যাস সিলিন্ডারের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড

রূপগঞ্জে এলপিজি গ্যাস সিলিন্ডারের গোডাউনে ভয়াবহ আগুন - ছবি : নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্যালেডিয়াস বিজনেস সলিউশন নামে এক এলপিজি গ্যাস সিলিন্ডারের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

রোববার (২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের গোয়ালপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পূর্বাচল ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর আল মাসুদ জানান, বিকেল সোয়া ৪টার দিকে রূপগঞ্জের গোয়ালপাড়া এলাকায় মিলনের বাড়িতে গোলাম কিবরিয়া মালিকানাধীন ব্যালেডিয়াস বিজনেস সলিউশন নামক এলপিজি গ্যাস সিলিন্ডারের গোডাউনে হঠাৎ আগুন জ্বলে উঠে। কিছুক্ষণের মধ্যে গোডাউনে মজুদ থাকা বেশ কয়েকটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন পুরো গোডাউনে ছড়িয়ে পড়ে। এ সময় খবর পেয়ে পূর্বাচল ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে গোডাউনে মজুদ থাকার বিপুল সংখ্যক গ্যাস ভর্তি ও খালি সিলিন্ডার পুড়ে যায়। এ ঘটনায় অনেক ক্ষতি হয়েছে বলে দাবি করেন কারখানার ম্যাসেজার জহিরুল ইসলাম। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে প্রাথমিকভাবে জানা যায়নি বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

জানা যায়, গত চার বছর ধরে টঙ্গী এলাকার গোলাম কিবরিয়া গোয়ালপাড়া এলাকা মিলন মিয়ার বাড়িতে ঘরভাড়া নিয়ে এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ করে সেখান থেকে আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ করতেন।


আরো সংবাদ



premium cement