ইজতেমায় দুই দিনে ৪ জনের মৃত্যু
- নয়া দিগন্ত অনলাইন
- ০১ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৩৩
টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় দু’ দিনে চার মুসল্লির মৃত্যু হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত দু’ দিনে ওই চার মুসল্লির মৃত্যু হয়।
নিহতরা হলেন হবিগঞ্জ সদর উপজেলার রামনগর ৩ নম্বর তেগরিয়া এলাকার বাসিন্দা রমিজ আলী (৬০), একই জেলার বাহুবল থানার রাগবপুর এলাকার বাসিন্দা ইয়াকুব আলী (৬০), শেরপুরের শ্রীবর্দী থানার ৩ নম্বর রাণী শিমুল এলাকার বাসিন্দা ছাবেত আলী (৭০) ও খুলনার ডুমুরিয়া থানার ডুমুরিয়া বাজার এলাকার আব্দুল কুদ্দুস গাজী (৬০)।
শূরায়ী নেজাম (মাওলানা জুবায়ের) অনুসারী মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, নিহত চারজন তাবলীগ জামাতের সাথীদের সাথে বিশ্ব ইজতেমায় অংশ নেন। শনিবার বিকেলে রমিজ আলী এবং ভোররাতে ইয়াকুব আলী মারা যান।
এর আগে, শুক্রবার (৩১ জানুয়ারি) আসরের পর ইজতেমা ময়দানে ৪৬ নম্বর খিত্তায় অবস্থানকালে ছাবেত আলী ও সকাল ১১টার দিকে আব্দুল কুদ্দুস গাজী বার্ধক্যজনিত কারণে মারা যান।
নিহত চারজনই তাবলীগ জামাতের সাথী ছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা