২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ শাবান ১৪৪৬
`

রাজধানী পরিবহনের ১২টি বাস আটক করল জাবি শিক্ষার্থীরা

- ছবি : নয়া দিগন্ত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক সাবেক শিক্ষার্থীর প্রাইভেটকারে ধাক্কা দেয়ার জের ধরে রাজধানী পরিবহনের অন্তত ১২টি বাস আটক করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিশমাইল গেট সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের আরিচাগামী লেনে বাসগুলো আটকাতে শুরু করেন তারা। পরে ক্ষতিপূরণ দেয়ার প্রতিশ্রুতিতে রাত ১২টার দিকে বাসগুলো ছেড়ে দেয়া হয়।

জানা গেছে, বলীভদ্র এলাকায় রাজধানী পরিবহনের একটি বাস বিশ্ববিদ্যালয়ের এক সাবেক শিক্ষার্থীর প্রাইভেটকারে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে প্রাইভেটকারের ন্যায্য ক্ষতিপূরণের জন্য বিশ মাইল গেইটে রাজধানী পরিবহনের ১২টি বাস আটক করা হয়। একপর্যায়ে কিছু নেতাকর্মী দু’টি বাস রাস্তায় আড়াআড়িভাবে রেখে যান চলাচল বাধাগ্রস্ত করে। এতে ঢাকা-আরিচা মহাসড়কের আরিচাগামী লেনে সাময়িক যানজটের সৃষ্টি হয়।

আটক বাসগুলোর একটির ড্রাইভার জাহিদ হাসান বলেন, ‘আমরা কিছু বুঝে না ওঠার আগেই চার থেকে পাঁচজন এসে গাড়ি থামিয়ে বাসের চাবি নিয়ে চলে যায়। এ সময় গাড়িগুলো রাস্তায় আড়াআড়ি করে রাখতে বলে। শুনেছি, গাড়ি ধাক্কা দিয়েছে, তাদের খবর দেয়া হয়েছে। তারা এলে আমাদের ছেড়ে দেয়া হবে।’

বাস আটকের বিষয়ে শাখা ছাত্রদলের সাবেক নেতা সেলিম রেজা বলেন, ‘রাজধানী পরিবহনের একটি বাস আমাদের এক বড় ভাইয়ের প্রাইভেটকারে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে ক্ষতিপূরণ আদায়ের জন্য আমরা দু’টি বাস আটকাই। কিন্তু বাসের কর্মচারীরা আমাদের সাথে দুর্ব্যবহার করলে আরো কয়েকটি বাস আটক করা হয়। তবে যানজট সৃষ্টির উদ্দেশ্যে বাস আটকে রাখা হয়নি।’

তিনি বলেন, ‘আমরা দ্বিতীয় দফায় আড়াআড়িভাবে রাখা বাস আটকায়নি। এটা অন্য কারো কাজ হতে পারে। বরং, বাস দু’টি সরানোর জন্য আমরা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছি।

সেলিম রেজা জানান, অভিযুক্ত বাস চালকের সাথে যোগাযোগ করে ক্ষতির পরিমাণ নির্ধারণের পর সমঝোতার ভিত্তিতে বাসগুলো ছেড়ে দেয়া হয়।


আরো সংবাদ



premium cement