২৯ জানুয়ারি ২০২৫, ১৫ মাঘ ১৪৩১, ২৮ রজব ১৪৪৬
`

গাজীপুরে পোশাকশ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ

- ছবি : নয়া দিগন্ত

গাজীপুরে শ্রমিকদের নামে করা মামলা প্রত্যাহারের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ করেছে আইরিশ ফেব্রিক্স লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা।

রোববার (২৫ জানুয়ারি) মহানগরীর জিরানী বাজার এলাকার ওই কারখানায় বিক্ষোভ ও কর্মবিরতি পালন করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪ জানুয়ারি ওই পোশাক কারখানার শ্রমিকরা বিভিন্ন দাবিতে আন্দোলনে নেমে কারখানায় হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় তারা কারখানার কয়েক কর্মকর্তা ও কর্মচারীকে মারধরও করে। এ ঘটনায় ১১৪ জন শ্রমিককে আসামি করে গত ৬ জানুয়ারি কাশিমপুর থানায় একটি মামলা করে কর্তৃপক্ষ। এছাড়া ওই ঘটনায় ১৩৪ জন শ্রমিককে ছাঁটাই করা হয়। এ ঘটনার জেরে রোববার সকালে শ্রমিকরা কারখানায় এসে কাজে যোগ না দিয়ে কর্মবিরতি শুরু করে। তারা কারখানার সামনে জড়ো হয়ে মামলা প্রত্যাহার এবং ছাটাই করা শ্রমিকদের পুনর্বহালের দাবিতে বিক্ষোভ করতে থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ‘রোববার সকালে শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি ও বিক্ষোভ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। এ সময় পুলিশ শ্রমিকদের বুঝিয়ে কারখানার সামনে থেকে সরিয়ে দেয়।


আরো সংবাদ



premium cement