২৮ জানুয়ারি ২০২৫, ১৪ মাঘ ১৪৩১, ২৭ রজব ১৪৪৬
`

নরসিংদীতে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

নরসিংদীতে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ - প্রতীকী ছবি

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে আলমগীর হোসেন আলম (১৯) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ১০ জন।

রোববার (২৬ জানুয়ারি) সকালে রায়পুরা উপজেলার চরাঞ্চলের বাঁশগাড়ি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত আলম বাঁশগাড়ি এলাকার জহর আলীর ছেলে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বাঁশগাড়ী ইউনিয়নে আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান আশরাফুল হক সরকার ও বর্তমান চেয়ারম্যান রাতুল হাসানের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে রোববার সকালে দু’পক্ষের লোকজন আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে একজন নিহত হন। এছাড়া উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন।

আহতদের রায়পুরা ও নরসিংদী সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মো: কলিমুল্লাহ সংঘর্ষের ঘটনা নিশ্চিত করে বলেন, ‘সংঘর্ষে একজনের নিহত হওয়ার তথ্য পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।’


আরো সংবাদ



premium cement